নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা

Must read

উত্তরাখণ্ডে (Uttarakhand bus accident) ভয়াবহ দুর্ঘটনা। আলমোড়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খরস্রোতা নদীতে পড়ল যাত্রীবোঝাই বাস। ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। শেষ পাওয়া খবরে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৬ জন। বাসটি প্রায় ২০০ মিটার গভীর খাদে পড়ে যায়। আহতদের উদ্ধার করে ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেন এবং আহতদের দ্রুত উদ্ধার করার নির্দেশ দেন।

আরও পড়ুন- মমতাময় উদ্যোগের স্বীকৃতি, বাংলা ভাষার ধ্রুপদী গৌরব

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ এবং এসডিআরএফ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং উদ্ধার কাজ চালাচ্ছেন। জানা গিয়েছে, ৪৫ জন আসন সম্পন্ন একটি যাত্রীবাহী বাস সোমবার সকালে গাড়োয়াল থেকে কুমায়ুনের পথে যাচ্ছিল। আলমোড়ার কাছে মারচুলায় বাসটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এর পর সোজা প্রায় ২০০ মিটার খাদের গভীরে গিয়ে পড়ে।

আলমোড়ার বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিক বিনীত পাল জানান, “মৃতের সংখ্যা বাড়তে পারে। আমাদের দল উদ্ধারকাজ চালাচ্ছে। উদ্ধারকাজ সম্পন্ন হলে মোট মৃত্যুর সংখ্যা জানা যাবে।”

Latest article