বাতিল করা হল ৩৬ জোড়া লোকাল

শিয়ালদহে দুর্ভোগে যাত্রীরা

Must read

প্রতিবেদন : ব্রিজ ও ট্র্যাক রক্ষণাবেক্ষণ কাজের জন্য পূর্ব রেলের শিয়ালদহ (Sealdah) ডিভিশনের নৈহাটি (Naihati) শাখায় শনিবার রাত ১০টা থেকে রবিবার সন্ধ্যা ৮টা পর্যন্ত মোট ২২ ঘণ্টা আপ ও ডাউন লাইনে ট্রাফিক ও পাওয়ার ব্লক চলছে। এই কারণে শিয়ালদহ (Sealdah) মেন লাইনে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে পূর্ব রেল জানিয়ে দিল। শনিবার দমদম-নৈহাটি সেকশনে ৬টি এবং আগামী রবিবার ওই সেকশনে ১৮৯টির মধ্যে ৩৬টি ইএমইউ লোকাল বাতিল রয়েছে। কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে। বর্ধমান স্টেশনের কাছে পুরনো রেলওয়ে ওভারব্রিজ ভাঙার কাজের কারণে অসংখ্য লোকাল ট্রেন বাতিল করা হয়েছিল হাওড়া-বর্ধমান শাখায়। এবার শিয়ালদহ শাখায়ও বাতিল করা হল অসংখ্য লোকাল ট্রেন। সপ্তাহের ছুটির দিনে হওয়ায় যাত্রী ভোগান্তির পরিমাণ কম হলেও সমস্যার মুখে পড়তে চলেছেন নিত্যযাত্রীরা।

আরও পড়ুন-বাংলা ভাগের ষড়যন্ত্রের বিরুদ্ধে ফের কড়া বার্তা অভিষেকের

Latest article