অগ্নিগর্ভ কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, মৃত ৩৯, আটক ৬২৭

Must read

কেনিয়ায় (Kenya) সরকারবিরোধী বিক্ষোভে মৃত্যু কমপক্ষে ৩৯ জনের। রাষ্ট্রীয় করনীতির প্রতিবাদ চলছে কেনিয়ায়। মূল্যবৃদ্ধি ও বেকারত্বে জর্জরিত সাধারণ মানুষ। এর মধ্যেই ঘাড়ে চেপেছে অতিরিক্ত করের বোঝা। এই পরিস্থিতিতে বিগত দিন ১৫ ধরে সরকারবিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ কেনিয়া (Kenya)। পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত অন্তত ৩৭০ জন।

রাজধানী নাইরোবিতে দফায় দফায় সাধারণ মানুষ-পুলিশ সংঘর্ষ হয়েছে গত সপ্তাহ ধরে। ১৮ জুন থেকে ১ জুলাইয়ের মধ্যে মৃত্যু হয়েছে ৩৯ জনের। এরই মধ্যে প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর বিরুদ্ধে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভের জেরে এখনও পর্যন্ত ৩২টি মামলা এবং ৬২৭ জনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন-অকর্মণ্য যোগী প্রশাসন, ধর্মীয় অনুষ্ঠানে ছিল না কোনও পুলিশ

প্রেসিডেন্ট রুটো গত সপ্তাহে কর বৃদ্ধি সম্বলিত বিলটি প্রত্যাহারের ঘোষণা করেছেন। তারপরেও আন্দোলনকারীরা মঙ্গলবার থেকে নতুন করে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন। কেনিয়ার প্রধান খাদ্য রুটির উপরে চাপানো হয়েছে ১৬ শতাংশ কর। এর পর থেকেই শুরু হয়েছিল প্রতিবাদ।

Latest article