প্রতিবেদন : আড়াই মাস পেরিয়ে গিয়েছে, কিন্তু যুদ্ধ থামার লক্ষণ নেই বরং গাজায় হামলার তেজ আরও বাড়িয়েছে ইজরায়েল। ইজরায়েলি সেনার লাগাতার হামলায় মাত্র ৪৮ ঘণ্টাতেই গাজায় (Gaza) নিহত প্রায় ৩৯০ জন। আহত অন্তত ৮০০। প্যালেস্টাইনের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, যুদ্ধে প্রাণহানি ২০ হাজার ছাড়িয়েছে। এরই মধ্যে মার্কিন-ইজরায়েলি পণবন্দি ৭৩ বছরের গার্ডি হাগাই-এর নিহত হওয়ার খবর মিলেছে। গত ৭ অক্টোবর প্রাতঃভ্রমণের সময় সস্ত্রীক হাগাইকে তুলে নিয়ে যায় হামাস জঙ্গিরা। বন্দি অবস্থাতেই মারা গিয়েছেন গার্ডি হাগাই। তাঁর স্ত্রী জুডি এখনও হামাসের হাতে বন্দি। গার্ডির মৃতদেহ ফেরত দেয়নি হামাস। ইজরায়েলি বাহিনীর অভিযোগ, পণবন্দিদের উপর অত্যাচার করে মারছে হামাস জঙ্গিরা। যুদ্ধে ৪৭০-এর বেশি ইজরায়েলি সেনা গাজায় নিহত হয়েছেন।
পারস্পরিক দোষারোপের মাঝে সুর চড়িয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যতক্ষণ না পণবন্দিরা মুক্তি পাচ্ছেন এবং হামাস সম্পূর্ণ ধ্বংস হয়ে যাচ্ছে ততক্ষণ যুদ্ধ চলবে। একটা সহজ বাছাই করতে হবে হামাসকে। হয় আত্মসমর্পণ করো, নয় মরো। এছাড়া আর কোনও অপশন নেই। জয় না আসা পর্যন্ত আমরা লড়ব। যতক্ষণ না পণবন্দিরা মুক্তি পাচ্ছেন এবং হামাস সম্পূর্ণ ধ্বংস হয়ে যাচ্ছে ততক্ষণ যুদ্ধ চলবে।
এদিকে ব্যাপক আলোচনার পর রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ গাজায় (Gaza) মানবিক ত্রাণ পাঠানোর খসড়া প্রস্তাব নিয়ে ভোটের আহ্বান ফের পিছিয়েছে।