প্রতিবেদন : এপারের ইলিশ (Ilish) ব্যবসায়ীদের আবেদনে সাড়া দিল বাংলাদেশ সরকার। বুধবার বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক লিখিত অনুমোদন দিল ইলিশ ব্যবসায়ীদের। অনুমোদনের কাগজ ও দেশের রফতানিকারকদের পাশাপাশি এদেশের আমদানিকারীদের কাছে পৌঁছে গিয়েছে। খবর ছড়িয়ে পড়তেই স্বাভাবিকভাবে খুশি ইলিশ ব্যবসায়ীরা। বাংলাদেশ সরকার বিশেষ পরিস্থিতির কারণে একসময় ইলিশ (Ilish) রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল। বেশ কয়েক বছর পর দুই দেশের রাষ্ট্রপ্রধানদের হস্তক্ষেপে দু’বছর আগে শুরু হয় ইলিশের ব্যবসা। রাজ্যের ফিশ ইমপোর্টার অ্যাসোসিয়েশনের আবেদনে রাজ্য ও রাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে আলোচনাসাপেক্ষে ইলিশ আমদানি শুরু হয়েছে এ দেশে। গত বছর ৪৫০০ মেট্রিক টন ইলিশ ভারতে রফতানির অনুমোদন দেয় বাংলাদেশ সরকার। তবে মাত্র ১৫ দিন সময় দেওয়ায় শেষ পর্যন্ত মাত্র ১৩০০ মেট্রিক টনের বেশি ইলিশ আমদানি করতে পারেননি এদেশের ব্যবসায়ীরা। চাহিদার কথা মাথায় রেখে এবারও আবেদন জানানো হয়। তার ভিত্তিতে বাংলাদেশের ৭৯টি রফতানিকারী সংস্থাকে ভারতে ৫০ মেট্রিক টন করে ইলিশ রফতানির অনুমোদন দেওয়া হয়। বুধবারই এই অনুমোদনপত্রে স্বাক্ষর করেন বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মহম্মদ জাকির হোসেন। তাঁর অনুমোদন মেলার পরই ট্রাকবোঝাই ইলিশ পেট্রাপোল সীমান্তের উদ্দেশ্যে রওনার প্রস্তুতি শুরু করেছে। রাজ্যের ফিশ ইমপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি অতুলচন্দ্র দাস বলেন, ‘‘আজ থেকে ৩০ অক্টোবরের মধ্যে ৩৯৫০ মেট্রিক টন ইলিশ ভারতে আমদানি করার অনুমোদন মিলেছে।”