প্রতিবেদন : সরকারে আসার পর থেকেই পথদুর্ঘটনা কমাতে উদ্যোগী হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে চালু হয়েছিল ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ প্রচার অভিযান। লাগাতার প্রচারে দুর্ঘটনার সংখ্যা কমলেও বেপরোয়া গতির নেশা এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। শহরে পথদুর্ঘটনা কমাতে এবার অভিনব উদ্যোগ নিতে চলেছে কলকাতা পুরসভা। পুরসভার তরফে এক নতুন ভাবনার কথা জানানো হয়েছে। রাস্তা পারাপার হওয়ার জন্য সাধারণ জেব্রা ক্রসিংয়ের পরিবর্তে এবার মহানগরীর বুকে থ্রিডি জেব্রা ক্রসিং (3D Zebra Crossing) তৈরির চিন্তাভাবনা করা হচ্ছে। সব কিছু ঠিকঠাক চললে, আইসল্যান্ডের একটি শহরের আদলে এবার কলকাতায় দেখা যাবে পেন্টিং করা থ্রি-ডি জেব্রা ক্রসিং (3D Zebra Crossing)। পরামর্শ চেয়ে এই প্রস্তাব লালবাজারের কাছে পাঠানো হয়েছে বলেই কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় ‘সেফ ড্রাইভ সেভ লাইভ’ প্রকল্পের সুফলও মিলেছে। শহর, শহরতলি-সহ জেলায় জেলায় দুর্ঘটনার হার অনেকটাই কমেছে। তা আরও কমাতে এবার নতুন উদ্যোগ থ্রিডি জেব্রা ক্রসিং। শহরের রাস্তাগুলিতে পথদুর্ঘটনা কমলেও এখনও বিক্ষিপ্তভাবে দুর্ঘটনার ঘটনা ঘটছে। তবে এই থ্রিডি পেন্টিং জেব্রা ক্রসিং তৈরি হলে দুর্ঘটনার হাত থেকে কিছুটা রেহাই পাওয়া সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আসলে থ্রিডি ক্রসিং তৈরি হলে এর থেকে এক ধরনের ইলিউশন তৈরি হবে। ফলে গাড়িচালকরা স্বাভাবিক গতিতে বা জোরে গাড়ি চালালেও যখন তাঁরা এই থ্রিডি পেন্টিং জেব্রা ক্রসিংয়ের সামনে আসবেন, তখন তাঁদের মনে হবে জেব্রা ক্রসিং লাইন রাস্তা থেকে খানিকটা ওপরে উঠে রয়েছে। ফলে ধাক্কা লাগার একটা আশঙ্কা তৈরি হবে। তাই বাধ্য হয়ে বিপদ এড়াতে তাঁরা স্বাভাবিকভাবেই গাড়ির গতি কমিয়ে দেবেন। পথচারী থেকে গাড়িচালক, বাসচালক কিংবা বাইক আরোহী সবাই মনে করছেন, এই থ্রিডি পেন্টিং জেব্রা ক্রসিংয়ের ফলে তাঁরাও সাবধান হয়ে গাড়ি চালাবেন। ফলে কিছুটা হলেও এড়ানো যাবে পথদুর্ঘটনা। কলকাতা ট্রাফিক পুলিশের সঙ্গে এ নিয়ে বিস্তারিত আলোচনার পরই থ্রিডি জেব্রা ক্রসিং নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন: নেতাজির চিতাভস্ম ভারতে ফিরিয়ে আনার দাবি সুভাষকন্যা অনিতার