পাটনা : বিজেপির চোখের ইশারায় বিহারে নির্বাচন কমিশনের যোগ-বিয়োগের খেলা অব্যাহত। এবার আরও রহস্যজনক পদক্ষেপ কমিশনের। ভোটার তালিকার নিবিড় সংশোধনের পরে দেখা যাচ্ছে ঠগ বাছতে গাঁ উজাড়। বিহারের চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়ল ৪৭ লক্ষ ভোটারের নাম। এসআইআর শুরুর আগে বিহারে মোট ভোটার সংখ্যা ছিল ৭.৮৯ কোটি। এখন তা দাঁড়াল ৭.৪২ কোটি।
আরও পড়ুন-বাংলাদেশের পুজোর থিমে নারী-নির্যাতন বন্ধের আহ্বান
লক্ষণীয়, জুনে এসআইআর শুরুর পরে অগাস্টে প্রকাশিত হয়েছিল খসড়া ভোটার তালিকা। তাতে নাম বাদ গিয়েছিল ৬৫ লক্ষ মানুষের। সারা দেশে তোলপাড় পড়ে গিয়েছিল তা নিয়ে। বিজেপি-কমিশনের চক্রান্তে ভোটচুরির অভিযোগে সংসদের ভেতরে বাইরে সোচ্চার হয়েছিল তৃণমূল-সহ বিরোধীরা। এবারে খসড়া তালিকায় না থাকা ২১ লক্ষ ৫৩ হাজার নাম জুড়ল চূড়ান্ত তালিকায়। বাদ পড়ল ৩ লক্ষ ৬৬ হাজার ভোটার। যদিও কমিশনের দাবি, তাঁরা সকলেই মৃত অথবা অবৈধ ভোটার, কিন্তু এরমধ্যেও কারচুপির গন্ধ পাচ্ছে বিহারের সাধারণ মানুষ।