ডিজিটাল গ্রেফতারির (Digital arrest) ভয় দেখিয়ে বা ক্রেডিট কার্ড সংক্রান্ত জালিয়াতি ছাড়াও বিভিন্ন ধরণের সাইবার প্রতারণা করে বহু মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে চারজন গা ঢাকা দিয়েছিল কলকাতায়। বেঙ্গালুরু সিটি পুলিশ এবার কলকাতায় হানা দিয়ে সেই চারজন সাইবার প্রতারককে গ্রেফতার করল। মঙ্গলবার আনন্দপুর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার করে তাদের ট্রানজিট রিমান্ডে বেঙ্গালুরু নিয়ে যেতে পারল না পুলিশ কারণ গ্রেফতারি প্রক্রিয়ায় ত্রুটি ছিল। এর ফলেই বেঙ্গালুরু পুলিশের আর্জি খারিজ করে দেয় আদালত।
আরও পড়ুন-দিল্লির কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড
পুলিশ সূত্রে খবর, ধৃতদের বিরুদ্ধে বেঙ্গালুরু এবং আমদাবাদের একাধিক থানায় সাইবার প্রতারণার অভিযোগ রয়েছে। ধৃতদের নাম রঞ্জিত আর এস, জোয়েল জিবরাজ কর্কড়া, আকারন আর নাথান এবং আশিস রবীন্দ্র নাথান। বেঙ্গালুরু পুলিশ এর আগেও এই ৪ অভিযুক্তকে গ্রেফতার করেছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, পুলিশ হেফাজত থেকে তারা পালিয়ে যায়। এরপর বেঙ্গালুরু থেকে কলকাতায় এসে একটি হোটেলে অভিযুক্তরা উঠেছিল। পরে কলকাতাতেই তারা পাকাপাকিভাবে থাকতে শুরু করে।
আরও পড়ুন-পঞ্চায়েত অফিসে ঢুকে নথি ছিঁড়ে হুমকি-ধমক, আটক বিজেপি নেতা
উল্লেখ্য, কিছুদিন আগেই তারা আনন্দপুর থানা এলাকায় ঘরভাড়া নিয়ে থাকতে শুরু করে। তাদের বিরুদ্ধে একাধিক সাইবার প্রতারণার অভিযোগ রয়েছে। অভিযুক্তরা মূলত বেঙ্গালুরু এবং আমদাবাদের বাসিন্দাদের টার্গেট করেই নিজেদের কার্যসিদ্ধি করত। গ্রেফতারের পর বুধবার দুজনকে আলিপুর আদালতে পেশ করা হয়। কিন্তু গ্রেফতারি পরোয়ানা এবং অ্যারেস্ট মেমোতে ত্রুটি থাকায় বেঙ্গালুরু পুলিশের আর্জি খারিজ করে দেন বিচারক। বিচারক অভিযুক্ত চারজনকে ২ হাজার টাকা করে ব্যক্তিগত বন্ডে জামিন দেন। আপাতত পুলিশ গ্রেফতারি প্রক্রিয়ায় ত্রুটি সংশোধনের কাজ করছে।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…