প্রতিবেদন : মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে অস্থায়ী শ্রমিকদের নিজেদের পার্টি অফিসে ধরে নিয়ে গিয়ে তাঁদের উপর মারধর, তোলা চাওয়া-সহ নির্যাতনের অভিযোগে মঙ্গলবার ৪ বিজেপি কর্মী রণজিৎ লায়েক, অভিজিৎ দুবে, দীপক দুবে ও গোপাল লোহারকে গ্রেফতার করে গঙ্গাজলঘাটি থানার পুলিশ। ধৃতদের বাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের লাগোয়া এলাকায়। চারজনই এলাকায় সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। বিদ্যুৎকেন্দ্রের এক ঠিকাদার সংস্থার অভিযোগের ভিত্তিতে এদের গ্রেফতার করা হয় বলে জানান বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তেওয়ারি। ধৃতদের বুধবার বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতে পাঠান। পুলিশ সুপার জানান, ধৃতদের বিরুদ্ধে শ্রমিকদের তুলে নিয়ে গিয়ে মারধর ও তোলা আদায়ের চেষ্টার অভিযোগে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। মারধর বা তোলা আদায়ের অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়ে দলের স্থানীয় মণ্ডল সভাপতি বলেন, আমাদের চার কর্মীকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ করা হয়েছে।
আরও পড়ুন- মাধ্যমিক : রাইটারের আবেদনও অনলাইনে