স্কুলের মধ্যে হঠাৎ করেই এক ব্যক্তি কুড়ুল নিয়ে ঢুকে পড়ে মারধর শুরু করে দিল। ধারালো অস্ত্রের ঘায়ে শিশুরা আহত হয়। ইতিমধ্যেই ৪ জনের মৃত্যু হয়, ৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবারের এই ঘটনা সাড়া ফেলে দিয়েছে ব্রাজিলে। দক্ষিণ ব্রাজিলের এক প্রি স্কুলে এই ঘটনা হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন-কলকাতায় এবার নতুন স্কাইওয়াক, জানুন কোথায়
ঘটনার ঘটিয়ে ২৫ বছর বয়সী হামলাকারী নিজেই নিজেকে পুলিশের হাতে তুলে দেন। এই মর্মে পুলিশ জানিয়েছে, যে শিশুরা মারা গিয়েছে, তাদের মধ্যে দুই বালকের বয়স ২ বছর, ১ বছর ও একটি মেয়েটির বয়স ছিল ৭ বছর। আহতরা তিন থেকে ৫ বছর বয়সীদের মধ্যে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন-সিকিম ভ্রমণে এবার বড় সিদ্ধান্ত, নির্দেশ জেনে যাত্রা করুন
এই হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাশিও লুলা ডে সিলভা। তিনি বলছেন, ‘এমন এক মর্মান্তিক ঘটনা মেনে নেওয়া যায় না। ’ তিনি এই ঘটনাকে ‘বিদ্বেষ’ ও ‘ কাপুরুষোচিত’ বলেছেন।