দিল্লিতে (Delhi Rain) ব্যাপক ঝড়-বৃষ্টির জেরে মৃত্যু হয়েছে তিন শিশু-সহ ৪ জনের। ব্যাপক ধুলোর ঝড় ও সঙ্গে বৃষ্টির দাপটে বিপর্যস্ত রাজধানী। ঝড়ের জেরে গাছপালা ভেঙে পড়ার পাশাপাশি একাধিক বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
দিল্লি ও এনসিআর-এর একাধিক এলাকা এখনও জলে ডুবে। বেশ কিছু যানবাহনের অর্ধেক চাকা থাকছে জলের তলায়। ভারী বৃষ্টিপাতের প্রভাব পড়েছে বিমান চলাচলেও। সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত প্রায় ২০০টি বিমান দেরিতে উড়ান নিয়েছে। একাধিক বিমান ঘুরপথে চালাতে বাধ্য হচ্ছে এয়ারলাইন্সগুলি। দিল্লিতে দুটি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একশো বিমানের উড়ান বাতিল করা হয়েছে। পাশাপাশি, ভারী বৃষ্টির জন্য দেরিতে চলছে দিল্লি ডিভিশনের প্রায় ১৫-২০টি ট্রেনও।
আরও পড়ুন- ন্যাশনাল হেরাল্ড: সোনিয়া ও রাহুলকে আদালতের নোটিশ
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এখনই পরিস্থিতির উন্নতি হবে না। বৃষ্টি (Delhi Rain) চলছে। শুক্রবার দিনভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে।