প্রতিবেদন : আমেরিকায় পড়াশোনা করার জন্য বাধ্যতামূলক ইংরেজি পরীক্ষায় ভাল নম্বর পেয়েই পাশ করেছিল মোদির রাজ্য গুজরাতের চার পড়ুয়া (4 Gujarati Youths Couldn’t Speake in English)। কিন্তু আমেরিকার আদালতের সামনে ওই চার পড়ুয়া একবর্ণও ইংরাজি বলতে বা বুঝতে পারল না। বিজেপি শাসিত গুজরাতের চার পড়ুয়ার এই কর্মকাণ্ডে ফের একবার মুখ পুড়ল দেশের। বিষয়টি প্রকাশ্যে আসতে ঘটনার তদন্ত শুরু করে গুজরাত পুলিশ। তদন্তে জানা গিয়েছে, ইংরাজি পরীক্ষার সময় বড়মাপের দুর্নীতি হয়েছে। প্রসঙ্গত, বেশ কয়েকটি দেশের নামী শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে গেলে বাধ্যতামূলকভাবে ইংরাজি পরীক্ষায় বসতে হয়। ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম নামের ওই পরীক্ষায় পাশ না করলে স্টুডেন্ট ভিসা পাওয়া যায় না। মোদি রাজ্যের ওই চার পড়ুয়া সাড়ে ছয় থেকে সাত স্কোর করেছিল। এই নম্বরকে যথেষ্ট ভাল বলেই মনে করা হয়। গত মার্চ মাসে কানাডা সীমান্তের লাগোয়া একটি নৌকাডুবির ঘটনায় গুজরাতের (4 Gujarati Youths Couldn’t Speake English) ছয় পড়ুয়াকে উদ্ধার করা হয়। তারা অবৈধভাবে আমেরিকায় প্রবেশের চেষ্টা করেছিল। যে কারণে তাদের গ্রেফতার করে আদালতে তোলে পুলিশ। ইংরাজিতে প্রশ্ন করা হলেও একবর্ণ বুঝতে পারছিল না অভিযুক্ত পড়ুয়ারা। শেষ পর্যন্ত হিন্দি অনুবাদকের সাহায্যে শুনানি শুরু করা হয়। ঘটনায় অবাক হন বিচারকরা।
আরও পড়ুন: লাদাখেরও দখল নিচ্ছে চিন