প্রতিবেদন: গত ৭ অক্টোবর হামাসের হাতে বন্দি চারজন মুক্তি পেয়েছেন। শনিবার জানিয়েছে ইজরায়েল (Israel)। এর পাশাপাশি গাজা ভূখণ্ডে ইজরায়েলি সেনার গুলিবর্ষণ ও তীব্র হামলায় প্রায় ৯৫ জন প্যালেস্টাইনির মৃত্যু হয়েছে। এদের মধ্যে রয়েছে বহু শিশুও। প্যালেস্টাইনিদের নিহত হওয়ার খবর জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রক।
আরও পড়ুন-টিকবে না কেন্দ্রের সরকার, ক্ষমতায় আসবে ইন্ডিয়াই
নেতানিয়াহু প্রশাসনের তরফে জানানো হয়েছে, মুক্তিপ্রাপ্ত চারজন হলেন নোয়া আরগামানি(২৫), আলমগ মেইরজান(২১), অ্যান্ড্রু কোজলভ(২৭) এবং শ্লোমি জিভ(৪০)। শনিবার সকালে নুসেইরাতের উপকণ্ঠে এক কমপ্লেক্সে তল্লাশি ও হামলা চালিয়ে এই পণবন্দিদের উদ্ধার করেছে ইজরায়েলি সেনা। এদিকে রাষ্ট্রসংঘের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন করে হামলায় নিহত আরও চার শিক্ষার্থী। দু’দিন আগেই আরেকটি হামলায় গাজার এক শিক্ষাকেন্দ্রে ৪৫ জন নিহত হয়েছেন ইজরায়েলি হানায়। একের পর এক হামলায় নিরীহ অসামরিক জনতা ও অসংখ্য পড়ুয়ার মৃত্যুর প্রতিবাদে ফের বিশ্বব্যাপী তোপের মুখে নেতানিয়াহুর দেশ।