প্রতিবেদন : কনেযাত্রীদের সুখের সফর হঠাৎই বদলে গেল নরকযাত্রায়। বাসন্তী হাইওয়ের মিনাখাঁয় (Minakha) মর্মান্তিক দুর্ঘটনার কবলে বিয়েবাড়ির বাস। নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া গতিতে সোজা রাস্তার পাশের চায়ের দোকানে ঢুকে গেল বাস! ঘটনাস্থলেই প্রাণ হারালেন বাসের চালক-সহ চারজন। ঘটনায় গুরুতর জখম বাসের প্রায় ২০ জন যাত্রী। আহতদের মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে আবার ১৬ জনকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তার মধ্যে চারজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। খবর পেয়েই মিনাখাঁ থানার পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। ঘটনাস্থলে যান মিনাখাঁর বিধায়ক ঊষারানি মণ্ডল, জেলা পরিষদের সদস্য মৃত্যুঞ্জয় মণ্ডল-সহ তৃণমূল নেতৃত্ব।
আরও পড়ুন-দিনের কবিতা
জানা গিয়েছে, কলকাতার নিউটাউন থেকে সন্দেশখালির সড়বেড়িয়ায় বিয়েবাড়িতে গিয়েছিল কনেযাত্রীদের একটি বাস। শনিবার সন্ধ্যায় বাসন্তী হাইওয়ে ধরে মালঞ্চ হয়ে কলকাতার দিকে ফিরছিল বাসটি। কিন্তু মিনাখাঁ থানা এলাকার জয়গ্রাম মোড়ের কাছে একটি বাইককে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের দোকানে ঢুকে পড়ে বাসটি। দুর্ঘটনায় দোকানটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মলয় মণ্ডল নামে বাইক আরোহীর। এছাড়াও বাস চালক ও দোকানদার রহিমা বিবি-সহ তিনজনের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।