সংবাদদাতা, নদিয়া : কল্যাণীর এক বাজি কারখানায় বিস্ফোরণে মারা গেলেন চারজন। গুরুতর আহত আরও এক। এঁদের মধ্যে তিনজন মহিলা। খবর পেয়েই উদ্বিগ্ন নবান্ন জেলা পুলিশের কাছে কী করে বিস্ফোরণ ঘটল, কতজন মারা গিয়েছে, কেউ আহত হয়েছে কিনা ইত্যাদি নিয়ে জেলা পুলিশের কাছে রিপোর্ট চেয়েছে। সেই সঙ্গে জেলাশাসককে আলাদা করে তদন্ত করে রিপোর্ট দেওয়ারও নির্দেশ দিয়েছে নবান্ন। ইতিমধ্যে বিস্ফোরণে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।
আরও পড়ুন-বাংলার পানকে বিশ্বসেরা করতে উদ্যোগী, মন্ত্রীর বৈঠক চাষি ও ব্যবসায়ীদের নিয়ে
বিস্ফোরণের তীব্রতায় বাজি কারখানাটি উড়ে গিয়েছে। ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় কল্যাণী থানার পুলিশ ও দমকল বাহিনী। পৌঁছেছেন রানাঘাট পুলিশ জেলার সুপারও। জানা গিয়েছে, একটি বাড়ির পিছনে বাঁশ ও টিন দিয়ে ঘিরে তৈরি করা হয় অস্থায়ী বাজি কারখানা। কারখানাতে এই বাজি তৈরির সময়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে দুর্ঘটনাস্থল থেকেই। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বাজির এই কারখানাটিতে শর্টসার্কিট থেকেই আগুন লেগে যায়। তীব্র বিস্ফোরণে কারখানাটির দেওয়াল ভেঙে পড়েছে। ভিতরে আরও কেউ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। দমকল বাহিনীর প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। বিস্ফোরণস্থল ঘুরে খতিয়ে দেখছে উদ্ধারকারী দল।