প্রতিবেদন : পৃথক রাজ্যের দাবিতে বিক্ষোভে উত্তাল লাদাখ (Ladakh)। পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে ৪ জনের। গুরুরর জখম অন্তত ৭০। বিক্ষোভ শুরু হয়েছিল বুধবার সকাল থেকেই। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তা ক্রমশই সংঘর্ষের আকার নেয়। আগুন লাগিয়ে দেওয়া হয় বিজেপি অফিসে। সামনেই একটি পুলিশভ্যানের উপরেও হামলা চালায় বিক্ষোভকারীরা। ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয় সেটিতে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ প্রথমে লাঠি এবং পরে কাঁদানে গ্যাস ছোঁড়ে। এদিন বিক্ষোভে পুরোভাগে ছিল মূলত লেহ-লাদাখের ‘জেন-জি’রা। এদিকে দীর্ঘদিন ধরে লাদাখের (Ladakh) পরিবেশ এবং বাসিন্দাদের অধিকারের দাবিতে আন্দোলন করা সোনম ওয়াংচুক শান্ত হওয়ার আবেদন জানিয়েছেন আন্দোলনকারীদের। তিনি বলেছেন, হিংসার ফলে ব্যাহত হবে আন্দোলনের উদ্দেশ্য।
আরও পড়ুন-মৃতদের পরিবারকে এককালীন ২ লক্ষ টাকা, সিইএসসি না দিলে রাজ্য দেবে চাকরি : মুখ্যমন্ত্রী
লক্ষণীয়, লাদাখের পৃথক রাজ্যের স্বীকৃতির দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালাচ্ছে লেহ অ্যাপেক্স বডি। গত ১০ সেপ্টেম্বর থেকে এই দাবিতে অনশনও শুরু করেন সংগঠনের ২ সদস্য। কিন্তু মঙ্গলবার ওই দুই অনশনকারীর শারীরিক অবস্থার চূড়ান্ত অবনতি হয়। দ্রুত ভর্তি করা হয় হাসপাতালে। এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গেই সঙ্গেই তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে লেহ-লাদাখে। আন্দোলনকারীদের অভিযোগ, প্রতিশ্রুতি পালন করেনি কেন্দ্রের মোদি সরকার। এরই প্রতিবাদে বুধবার বিক্ষোভের ডাক দেয় লেহ অ্যাপেক্স বডি বা ল্যাব। বিক্ষোভকারীরা মোদি-শাহর বিরুদ্ধে স্লোগান দিতে দিতে বিজেপি অফিসের দিকে ছুটতে শুরু করলে পথ আটকায় পুলিশ। বাধা পেয়ে পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি করে ক্ষুব্ধ আন্দোলনকারীরা। তারপরেই আক্রান্ত হয় বিজেপি অফিস এবং পুলিশের গাড়ি।