মধ্যপ্রদেশে একই পরিবারে আত্মঘাতী ৪

মনোহরের দাদা নন্দরাম লোধী পুলিশকে এই ঘটনা প্রসঙ্গে জানান, একই বাড়ির দোতলায় থাকেন তিনি। নীচে থাকেন মনোহর।

Must read

মধ্যপ্রদেশের (Madhya Pradesh) সাগর জেলায় একই পরিবারের চার সদস্য আত্মহত্যা করেছেন। শুক্রবার রাতে খুরাই মহকুমার অন্তর্গত তিহার গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহতরা হলেন মনোহর লোধি (৪৫), তার মা ফুলরানি (৭০), মেয়ে শিবানী (১৮) এবং ছেলে অনিকেত (১৬)। পরিবারটি তাদের কৃষিজমির কাছে একটি বাড়িতে থাকত। মনোহরের স্ত্রী সেই সময় বাড়িতে ছিলেন না বলে জানা গিয়েছে। শনিবার ভোরে তাঁকে ফোনে খবর দেওয়া হয়। মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে।

আরও পড়ুন-যোগীরাজ্যে ৫ বছরের শিশুকে পিষে দিল বেপরোয়া বিলাসবহুল গাড়ি

মনোহরের দাদা নন্দরাম লোধী পুলিশকে এই ঘটনা প্রসঙ্গে জানান, একই বাড়ির দোতলায় থাকেন তিনি। নীচে থাকেন মনোহর। রাতে মনোহরের ঘর থেকে বমির শব্দ পেয়ে ছুটে গিয়ে দেখেন, ঘরের ভিতরে মা, ভাই ও ভাইয়ের দুই ছেলে মেয়ে অসুস্থ হয়ে পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে পাড়ার লোকজনকে ডেকে আনেন তিনি। থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে চার জনকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। সেখানেই অনিকেত ও ফুলরানিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। খুরাই হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় শিবানির। সাগরের জেলা হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু হয় মনোহরের।

আরও পড়ুন-ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

উদ্ধার হওয়া সুইসাইড নোটটি খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বিষ খেয়ে আত্মহত্যা করেছেন এই চার জন। তবে সুইসাইড নোটে কী রয়েছে, তদন্তকারীরা এখনই সেই নিয়ে কথা বলতে নারাজ। ফরেন্সিক ও লিগ্যাল এক্সামিনেশনের জন্য পাঠানো হয়েছে সেটা। মৃতের স্ত্রীর সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। আত্মহত্যার সম্ভাব্য কারণগুলি জানতে পুলিশ বিষয়টি তদন্ত করছে।

Latest article