এসটিএফের সাফল্য, উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ৪

Must read

ফের রাজ্য পুলিশের এসটিএফের সাফল্য। বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র কার্তুজ উদ্ধার। গ্রেফতার ৪। বাজেয়াপ্ত ওলা গাড়ি।

গোপন সূত্রে এসটিএফ-এর কাছে খবর আসে বিপুল অস্ত্র নিয়ে কিছু দুষ্কৃতী কলকাতায় আসছে। বৃহস্পতিবার রাতে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমায় হাড়োয়া ও রাজারহাট রোডের জোকার বিলে কলকাতাগামী একটি ওলা গাড়ি নিয়ে চার দুষ্কৃতী কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর হাড়োয়া থানার পুলিশ ও এসটিএফ ওই ওলা গাড়িটিকে আটক করে। সেখান থেকে উদ্ধার হয়েছে দোনলা ১ টি বন্দুক, একনলা ১টি বন্দুক, একটি ৭ এমএম পিস্তল, ১১ রাউন্ড কার্তুজ ১২ রাউন্ড ছররা গুলি। গাড়ি চালক-সহ পাকড়াও চারজন দুষ্কৃতী। এদের প্রত্যেকের বাড়ি গোপালপুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের পুকুরিয়া গ্রামে।

আরও পড়ুন- দিলীপ ঘোষের বিয়ে, ফুল-মিষ্টি-শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী

পুলিশ সূত্রে খবর, ধৃতরা হলেন, আমিরুল মণ্ডল (৩৩), হাবিল মোল্লা (৪০), আবু সাঈদ গাজি (২৬), গিয়াসউদ্দিন গাজি (২৪)। বাজেয়াপ্ত করা হয়েছে ওলা গাড়িটিকেও। চারজনকে শুক্রবার বসিরহাট মহাকুমা আদালতে পাঠানো হয়েছে বিচারক তাদের এসটিএফ হেফাজতের নির্দেশ দেন। এদের সঙ্গে বড়সড় অস্ত্র কারবারি যোগসূত্র আছে কিনা তা ক্ষতিয়ে দেখছেন তদন্তকারীরা। দীর্ঘদিন ধরে পুলিশ এদের খুঁজছিল। দুষ্কৃতীদের হেফাজতে নিয়ে নতুন কোনও তথ্য পাওয়া যায় কিনা তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এসটিএফ-এর আধিকারিকরা মনে করছেন এই দুষ্কৃতীদের পিছনে আরও বড় কোনও মাথা রয়েছে।

Latest article