বালির নিবেদিতা সেতুর টোল প্লাজার কাছে ম্যাটাডোর উল্টে মৃত্যু হল ৪ বস্ত্র ব্যবসায়ীর। জখম আরও ৫ ব্যবসায়ী। শুক্রবার ভোর ৪ টে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, মৃতেরা হলেন মহম্মদ কবীর আটা(২৫), কাইয়াম আট্টা(৪০), আলিল মণ্ডল(৪০) ও প্রশান্ত পাল(৪৭)। মৃতেরা সবাই উত্তর ২৪ পরগণার অশোকনগরের বাসিন্দা। আহত ৫ জনের মধ্যে ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। তাঁরা সবাই ম্যাটাডোরে চেপে উত্তর ২৪ পরগণার হাবড়া থেকে হাওড়ার ডোমজুড়ের অঙ্কুরহাটির দিকে যাচ্ছিলেন। ম্যাটাডোরে পোশাকের অনেক বস্তা রাখা ছিল। বস্তাগুলির ওপরে ব্যবসায়ীরা বসেছিলেন। বালির নিবেদিতা সেতুর ওপর চলন্ত ওই ম্যাটাডোরের পিছনের চাকা হঠাৎই ফেটে যায়। এর জেরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ম্যাটাডোরটি। ম্যাটাডোরে বসে থাকা বস্ত্র ব্যবসায়ীরা রেলিং টপকে প্রায় ৩০ ফুট নীচে পঞ্চাননতলা রোডের ওপর ছিটকে পড়ে যান। আশপাশের লোকজন ও সেখানে টহলরত পুলিশ কর্মীরা ছুটে এসে তাঁদের উদ্ধার করে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা ৪ জনকে মৃত বলে ঘোষণা করেন। আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় পাঠানো হয়। দুর্ঘটনার জেরে নিবেদিতা সেতুতে দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
আরও পড়ুন: ডায়মন্ড হারবার আমার পরিবার: সেবাশ্রয়ের ৭৫ দিনের শেষে বললেন অভিষেক