ডোডায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত অফিসার-সহ সেনার ৪ জওয়ান

জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) ডোডায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে ভারতীয় সেনার চার জওয়ানের মৃত্যু হল।

Must read

জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) ডোডায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে ভারতীয় সেনার চার জওয়ানের মৃত্যু হল। জানা গিয়েছে, সোমবার রাতে ডোডায় গুলির লড়াই শুরু হয় এবং তার ফলেই সেনার পাঁচ জওয়ান গুরুতরভাবে আহত হন। ভোররাতে তাঁদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। শহিদ জওয়ানদের মধ্যে রয়েছেন একজন অফিসার। যদিও সরকারিভাবে তাঁদের পরিচয় প্রকাশ্যে আনা হয় নি। সোমবার সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিট নাগাদ ভারতীয় সেনার রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ান এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপের জওয়ানরা ডোডা টাউনের থেকে ৫৫ কিলোমিটার দূরে দেসা জঙ্গল এলাকায় তল্লাশি অভিযান শুরু করেন । এর মাঝেই জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়।

আরও পড়ুন-বর্ধমানে দুটি ক্রীড়া অ্যাকাডেমি উদ্যোগে সাংসদ কীর্তি আজাদ

২০ মিনিট ধরে গুলির লড়াই চলার পরে জঙ্গিরা পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করেন যৌথ নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। বাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন সেনার এক অফিসার। রাত ন’টা নাগাদ জঙ্গলের মধ্যে আবার নতুন করে গুলির লড়াই শুরু হয়। এনকাউন্টারে সেনার পাঁচ জওয়ান গুরুতর আহত হন। পরে চারজনের মৃত্যু হয়। যদিও এহেন পরিস্থিতি নিয়ে আপাতত জম্মু ও কাশ্মীর পুলিশ বা সেনার তরফে কিছু জানানো হয়নি। প্রসঙ্গত, গত ৯ জুন থেকে চারবার জঙ্গি হামলার ঘটনা ঘটে। ডোডা , রিয়াসি, এবং কাঠুয়া জেলায় জঙ্গি হামলার ঘটনায় মোট নয় জন সাধারণ নাগরিক এবং একজন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়। শুধু তাই নয়, নিরাপত্তা বাহিনীর সাত আধিকারিক-সহ ৪৯ জন এই ঘটনায় আহত হন। কাঠুয়ায় নিকেশ করা হয় দুই জঙ্গিকে। কিন্তু ঘটনাচক্রে ২৬ জুন ডোডায় আবার এনকাউন্টার হয়।

Latest article