মুখ্যমন্ত্রীর সফরের আগে খুলে গেল চার চা-বাগান

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : মুখ্যমন্ত্রীর সফরের আগেই আলিপুরদুয়ার জেলায় খুলে গেল ৪টি বন্ধ চা-বাগান (Tea Garden)। সোমবার রায়মাটাং, কালচিনি, তোর্সা, দলমোড়— এই ৪টি বাগান বিকেলের মধ্যেই খুলে যায়। এরফলে ফের আগের মতোই কাজে ফিরতে চলেছেন কয়েকশো চা-শ্রমিক। চা-বাগানে (Tea Garden) খুশির হাওয়া। উল্লেখ্য, এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে খুলেছে জলপাইগুড়ির নাগরাকাটার সাইলি চা-বাগান। এবার মুখ্যমন্ত্রীর আলিপুরদুয়ার সফরের আগেই খুলে গেল তিনটি চা-বাগান।

আরও পড়ুন- কেউ টাকা চাইলে ফোন করুন আমাকে:মুখ্যমন্ত্রী

Latest article