আগামী ২৩ জুন ত্রিপুরার ৪টি কেন্দ্রে উপনির্বাচন (Tripura By Election)। ফল প্রকাশ হবে ২৬ জুন। আজ, শুক্রবার চার কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করল ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। এদিন রাজ্য সভাপতি সুবল ভৌমিকের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা করে দুই প্রার্থী একইসঙ্গে মনোনয়ন জমা দিলেন।
৬, আগরতলা বিধানসভা কেন্দ্র থেকে ঘাসফুল শিবিরের প্রার্থী ত্রিপুরা মহিলা তৃণমূল কংগ্রেস (Tripura By Election- Trinamool Congress) সভানেত্রী পান্না দেব। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মন। বড়দোয়ালি কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী নীলকমল সাহা। এই কেন্দ্রটি নজরকাড়া। এখান থেকেই বিজেপির সম্ভাব্য প্রার্থী নয়া মুখ্যমন্ত্রী মানিক সাহা। এই আসনে কংগ্রেসের প্রার্থী আশিস সাহা। সুরমা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী অর্জুন দাস। এবং যুবরাজ নগর থেকে ঘাসফুল শিবিরের হয়ে লড়াইয়ের ময়দানে নামছেন মৃণাল কান্তি দেবনাথ।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের
উল্লেখ্য, ৬ আগরতলা কেন্দ্রের বিধায়ক সুদীপ রায় বর্মন ইস্তফা দিয়ে বিজেপি ছেড়ে ফের কংগ্রেসে যোগ দেওয়ার আসনটি খালি হয়। একইভাবে সুদীপ রায় বর্মনের ছায়াসঙ্গী আশিস সাহা বড়দোয়ালি কেন্দ্রের বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ায় আসনটি শূন্য হয়। সুরমা কেন্দ্রের বিধায়ক আশিস দাস বিজেপি ছেড়ে ইস্তফা দেওয়ায় অনেক আগেই আসনটি ফাঁকা হয়। অন্যদিকে সিপিএম বিধায়ক রমেন্দ্র চন্দ্র দেবনাথের মৃত্যুতে যুবরাজনগর কেন্দ্রেটিতে উপনির্বাচন হবে৷