কেটে গিয়েছে ৪০ ঘণ্টারও বেশি সময়। এখনও আড়াইশোর যাত্রী আটকে তুরস্কের দিয়ারবাকির বিমানবন্দরে। গত ২ এপ্রিল লন্ডন থেকে মুম্বই (london-mumbai flight) আসার কথা ছিল VS358 বিমানের। মাঝ আকাশে এক যাত্রীর প্যানিক অ্যাটাক হয়। ফলে তুরস্কের প্রত্যন্ত বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয় সেটি। তারপর যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় আর উড়ান সম্ভব হয়নি বিমানটির।
ভার্জিন আটলান্টিক নামক বিমান সংস্থা যাত্রীদের জানিয়েছে, জরুরি অবতরণের সময় বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। বিকল্প বিমানের(london-mumbai flight) ব্যবস্থা করা হচ্ছে। তবে এখনও সেই ব্যবস্থা করতে পারেনি বিমান সংস্থা। প্রবল বিরক্ত যাত্রীরা। তাঁদের মধ্যে অধিকাংশই ভারতীয়। চূড়ান্ত অব্যবস্থার শিকার তাঁরা। হিমাঙ্কের নীচে তাপমাত্রা থাকা সত্ত্বেও মেলেনি গায়ে দেওয়ার কম্বলটুকুও। বহু যাত্রীর অভিযোগ, প্রায় ৩০০ জন যাত্রীর জন্য বরাদ্দ মাত্র একটি শৌচালয়।
আরও পড়ুন- চাকরিহারাদের নিয়ে সংগঠন, সোমবার সভা ইনডোরে, থাকবেন মুখ্যমন্ত্রী-ব্রাত্য
জানা গিয়েছে, তুরস্কের দিয়ারবাকির বিমানবন্দরে বিমান পরিচালনার জন্য যথেষ্ট নয়। যাত্রীদের অভিযোগ, টার্মিনালে পর্যাপ্ত জল, খাবারের ব্যবস্থা নেই। অনেক মহিলা, শিশু, বয়স্ক মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। আর কতক্ষণ এভাবে আটকে থাকতে হবে, তা নিয়ে উৎকণ্ঠায় যাত্রীরা। শুক্রবার অর্থাৎ ৪ এপ্রিল তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টায় বিমান ফের ছাড়বে, বলে জানিয়েছে উড়ান সংস্থা ভার্জিন আটলান্টিক।