প্রতিবেদন : রাজনীতিকে তারা স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করতে চায়, এমনটাই দাবি বিজেপির। অথচ সদ্য শেষ হওয়া গুজরাত বিধানসভা নির্বাচনে জয়ী বিজেপি বিধায়কদের বেশিরভাগের বিরুদ্ধেই রয়েছে অপহরণ, খুন, ধর্ষণের মতো গুরুতর অপরাধের অভিযোগ। জয়ী বিধায়কদের ব্যক্তিগত তথ্য নিয়ে এক চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করল দেশের নির্বাচনে সমীক্ষার সঙ্গে যুক্ত অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক্স রিফর্মস।
আরও পড়ুন-অনশন তুলে নেওয়ার জন্য অনুরোধ মন্ত্রীর
এই সমীক্ষা রিপোর্টে জানানো হয়েছে, গুজরাতে জয়ী ৪০ জন বিধায়কের বিরুদ্ধে রয়েছে একাধিক ফৌজদারি মামলা। এই ৪০ জন বিধায়কের মধ্যে ২৯ জনের বিরুদ্ধে অপহরণ, খুন ও ধর্ষণের মতো গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। এই ২৯ জনের মধ্যে ২০ জনই বিজেপির বিধায়ক। এই মুহূর্তে ফৌজদারি অপরাধে মামলা চলছে ২৬ জন বিজেপি বিধায়কের বিরুদ্ধে। নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার পর নির্বাচন কমিশনের তরফেই জানানো হয়েছিল, নরেন্দ্র মোদির রাজ্যে প্রথম পর্যায়ের ভোটের মোট প্রার্থীর ২১ শতাংশের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে।