সোমবার সাতসকালে দিল্লির (Delhi) নামকরা দুটি স্কুলে এল উড়ো বোমাতঙ্কের মেইল। পরে যদিও জানা গেল, এদিন মোট ৪০টি স্কুলে এসেছে হুমকি মেইল। স্বাভাবিকভাবেই সপ্তাহের প্রথমে এভাবে হুমকি আসার ফলে আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়েই। দ্রুত সমস্ত পড়ুয়াদের বাড়ি ফেরত পাঠানো হয়। স্কুলে পৌছে গিয়েছে পুলিশ ও বম্ব স্কোয়াড। সোমবার সকালে দিল্লির পশ্চিম বিহার ও আরকে পুরম এলাকায় দু’টি নামকরা বেসরকারি স্কুলে হুমকি মেইল আসে। তখন পড়ুয়ারা স্কুলে ঢুকতে শুরু করেছিল। ঢুকছিল স্কুল বাসগুলি। অভিভাবকরাও অনেকেই তাদের সন্তানদের ছাড়তে এসেছিলেন। বোমা রাখার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় স্কুল জুড়ে।
আরও পড়ুন-বিজেপিকে রুখতে কংগ্রেস ১০%, তৃণমূল ৯০%, তথ্য দিয়ে তোপ ডেরেকের
জানা যায়, গোটা দিল্লি জুড়ে ৪০টি স্কুলে এমন হুমকি ইমেইল এসেছে। লেখা হয়েছে, স্কুলে বোমা লুকিয়ে রাখা হয়েছে। ফাটলে অনেকের ক্ষতি হয়ে যাবে। বোমা নিষ্ক্রিয় করতে ২৫ লক্ষ টাকা দিতে হবে। বোমা রাখার খবর পেয়ে পুলিশ স্কুলগুলিতে পৌঁছয়। আসে বম্ব স্কোয়াডও। ডগ স্কোয়াড ও দমকলও পৌঁছে যায় যথাসময়ে। স্কুলগুলিতে আপাতত তল্লাশি চলছে। ফাঁকা করে দেওয়া হয়েছে গোটা এলাকা। ইমেইলগুলো কে, কোথা থেকে পাঠিয়েছেন, সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। প্রসঙ্গত, অক্টোবর মাসে রোহিণীতে সিআরপিএফ স্কুলের সামনে হঠাৎ বিস্ফোরণ হয়েছিল যদিও সেই সময় কোন হুমকি দেওয়া হয় নি।