প্রতিবেদন: বিজেপি রাজ্য উত্তরপ্রদেশে (Uttar Pradesh) বেনজির কাণ্ড প্রশাসনের। সেখানকার মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক বারাণসীর মালহিয়া গ্রামের বেশ কিছু কুমারী মেয়েকে গর্ভবতী ঘোষণা করে বাড়িতে চিঠি পাঠিয়েছে। প্রশাসনের এই বেনজির ভুলে শোরগোল।
ঘটনার সূত্রপাত একটি মেসেজ থেকে। মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের তরফ থেকে ওই তরুণীদের ফোনে একটি মেসেজ আসে যাতে লেখা ছিল, ‘আপনার শিশু পুষ্টি ট্র্যাকারে সফলভাবে রেজিস্ট্রার হয়েছে। বুকের দুধ খাওয়ানোর পরামর্শ, স্বাস্থ্য রেফারেল, বৃদ্ধি পরিমাপ, টিকা দেওয়ার মতো পরিষেবা পেতে নিকটবর্তী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যোগাযোগ করুন।’ এই মেসেজ পাওয়া মাত্রই ঘাবড়ে যান ওই তরুণীরা। তাঁরা আদৌ গর্ভবতী বা সন্তানের জননী নন।তবু ওই মেসেজ তাঁদের ফোনে এল কীভাবে? খোঁজখবর নিয়ে জানা যায় গ্রামের কমবেশি ১৮ বছর বয়সী মেয়েরাই এই মেসেজ পেয়েছেন। সংখ্যাটা প্রায় চল্লিশ। তদন্তে নেমে পুলিশ যে তথ্য পেয়েছে তা অদ্ভুত। মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের তরফ থেকে ওই মেসেজগুলি এলাকার গর্ভবতী ও প্রসূতি মায়েদের পাঠানোর কথা ছিল। কিন্তু কোনওভাবে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা তরুণীদের কাছে ভুলবশত ওই মেসেজ পাঠিয়ে দেওয়া হয়েছে। তথ্যের গোলমালের কারণেই এমনটা ঘটেছে বলে মনে করা হচ্ছে। পুরো বিষয়টি জানার পর স্বস্তি ফিরলেও প্রশাসনের দায়িত্বজ্ঞানহীন আচরণে ক্ষুব্ধ তরুণীদের পরিবার। গ্রামের প্রধান অমিত প্যাটেল পুরো বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন যে তাঁর গ্রামে এই ঘটনা ঘটেছে। তবে পুরো বিষয়টিই ছিল অনিচ্ছাকৃত। এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রাখা হবে। বারাণসীর মুখ্য উন্নয়ন আধিকারিক হিমাংশু নাগপাল ঘটনাটির জন্য দুঃখপ্রকাশ করেছেন।
আরও পড়ুন- ভোটের ফল কি তবে অনিবার্য আগামী?