সংবাদদাতা, শিলিগুড়ি : ২০২৪ সালের মধ্যে প্রত্যেক বাড়িতে পৌঁছে যাবে পরিস্রুত পানীয় জল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা দিয়েছেন। ইতিমধ্যেই একাধিক জায়গায় পৌঁছে গিয়েছে জল। খুব শীঘ্রই গজলডোবার সঙ্গে যুক্ত হতে চলেছে শিলিগুড়ি শহরের নতুন পানীয় জলপ্রকল্প (Water Project)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রায় ৪০০ কোটি টাকার পানীয় জলপ্রকল্পের কাজ শুরু হতে চলেছে। শনিবার পুর কর্পোরেশনের মাসিক বোর্ড মিটিংয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, ‘‘শহরে পানীয় জলের সমস্যা সমাধান হতে চলেছে। এটা মুখ্যমন্ত্রীর মানবিক উদ্যোগ। এছাড়া ভূগর্ভস্থ পদ্ধতিতে ইলেকট্রিক ও কেবল তারগুলি নিয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।’’ এতদিন ফুলবাড়ি তিস্তা ব্যারেজে মহানন্দা নদী থেকে জল নিয়ে তা ট্রিটমেন্ট প্ল্যানিংয়ের মাধ্যমে শিলিগুড়ি শহরে সরবরাহ করা হত। তবে যে পরিমাণ জল (Water Project) প্রতিদিন সরবরাহ হত তাতে শিলিগুড়ি শহরের চাহিদা পূরণ হত না। তাই এবার রাজ্যের এবার গজলডোবার তিস্তা নদী থেকে ফুলবাড়ি ট্রিটমেন্ট প্ল্যান্টে জল যাবে। মেয়র পরিষদ দুলাল দত্ত জানিয়েছেন পুজোর পরেই শুরু হয়ে যাবে কাজ। পাশাপাশি শিলিগুড়ি শহরে এবার ভূগর্ভস্থ ভাবে ইলেকট্রিক তার ও বিভিন্ন কেবলগুলিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিল শিলিগুড়ি কর্পোরেশন। এই বিষয়েও বোর্ড সভায় আলোচনা করেন মেয়র পারিষদ কমল আগরওয়াল।
আরও পড়ুন: হাওড়ায় গাড়ি থেকে উদ্ধার বান্ডিল বান্ডিল টাকা! আটক ঝাড়খন্ডের ৩ কংগ্রেস বিধায়ক