২০১৮ সাল থেকে বিদেশে পড়তে গিয়ে ৪০৩ ভারতীয় পড়ুয়ার মৃত্যু (403 Indian Students Died) হয়েছে। বিভিন্ন কারণে মৃত্যু হয়েছে ভারতীয় পড়ুয়াদের। তার মধ্যে ভারতীয় পড়ুয়ার অধিকাংশের মৃত্যু হয়েছে কানাডায়। পরিসংখ্যান দিয়ে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন- ডাল ভাত তরকারি ফল-মূল শস্য বনাম আমিষ ও নিরামিষ, চর্ব্য ও চোষ্য
গতকাল, বৃহস্পতিবার অধিবেশন চলাকালীন রাজ্যসভায় ভারতীয় পড়ুয়াদের নিয়ে পরিসংখ্যান দিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধরন। পরিসংখ্যান দিয়ে জানানো হয়েছে, ২০১৮ থেকে ২০২৩ পর্যন্ত এই ৫ বছরে বিদেশে থাকাকালীন মৃত্যু হয়েছে ৪০৩ পড়ুয়ার (403 Indian Students Died)। তার মধ্যে ৯১ জনই কানাডায় পড়াশোনা করতে গিয়ে মারা গিয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছে ব্রিটেন। সেদেশে মৃত্যু হয়েছে ৪৮ জন ভারতীয় পড়ুয়ার। রাশিয়া (৪০), মার্কিন যুক্তরাষ্ট্র (৩৬), অস্ট্রেলিয়া (৩৫), ইউক্রেন (২১), জার্মানি (২০), সাইপ্রাস (১৪), ইতালি ও ফিলিপিন্সে ১০ জন ভারতীর পড়ুয়া প্রাণ হারিয়েছেন। এ প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ‘এই বিষয়ে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন কিনা জানা নেই। তবে অনেক সময়েই ব্যক্তিগত কারণে মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে পড়ুয়াদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখে ভারতীয় দূতাবাসগুলো।’
আরও পড়ুন- প্রয়াত জুনিয়ার মেহমুদ
ভারতীয় পড়ুয়াদের মৃত্যু নিয়ে ভি মুরলীধরন জানিয়েছেন, ‘বিদেশে গিয়ে ভারতীয় পড়ুয়ারা যাতে সুরক্ষিত থাকতে পারে তা নিশ্চিত করা কেন্দ্রীয় সরকারের প্রধান লক্ষ্য। কোনও সমস্যা হলে সংশ্লিষ্ট দেশের আধিকারিকদের জানানো জরুরি যাতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। শুধু তাই নয়, সমস্ত রকম সাহায্যের জন্য পড়ুয়াদের পাশে থাকে সংশ্লিষ্ট দেশের ভারতীয় দূতাবাস।”