ইউক্রেনে জোড়া ক্ষেপণাস্ত্র হামলা পুতিন সেনার, মৃত ৪১

Must read

ইউক্রেন- রাশিয়া (Russia-Ukraine) যুদ্ধ থামছেই না। এখনই দুই দেশে শান্তি ফিরে আসার কোনও লক্ষণও নেই। আবারও ইউক্রেনকে লক্ষ্য করে জোড়া ব্যালেস্টিক মিশাইল হামলা চালাল রাশিয়া। আর এই হামলাতেই মৃত জেলেনেস্কির দেশের ৪১ জন।
ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি নিজের এক্স হ্যান্ডেল থেকে লিখেছেন, পোল্টাভা এলাকায় পুতিনের সেনা ২টি ব্যালেস্টিক মিশাইল ফেলেছে। যার জেরে ধ্বংস হয়েছে একটি করে হাসপাতাল, টেলিকমিউনিকেশন ইন্সটিটিউট ও শিক্ষা প্রতিষ্ঠান। প্রাণ হারিয়েছেন ৪১ জন।

আরও পড়ুন- অভিযুক্তর কাছে থেকে টাকা নিয়ে ধর্ষিতাকে মুখ বন্ধ করতে চাপ যোগী-পুলিশের!

এর আগে রাশিয়ার দাবি ছিল, শনিবার রাতে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছিল মস্কো সহ রাশিয়ার প্রায় ১৫টি শহরে। তবে পুতিনের সেনা ‘যোগ্য জবাব’ দিয়ে ১৫৮টি ড্রোন গুঁড়িয়ে দিয়েছিল। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছিল, তাদের দেশের কোনাকোভো ও কাশিরা বিদ্যুৎকেন্দ্রগুলিকে নিশানা করে হামলা চালানো হয়েছিল। ইউক্রেনের ওই হামলার এবার পাল্টা দিল রাশিয়া।
সম্প্রতি ইউক্রেন সফর সেরে এসে ও রাশিয়ার প্রেসিডেন্টকে ফোন করার পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা ছিল, ভারত নিরপেক্ষ নয় শান্তির পক্ষে। আরও বলা হয়েছিল, স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের পক্ষে ভারত। তবে সেই শান্তির রাস্তা আপাতত বিশবাঁও জলে।

Latest article