কুয়েতের বহুতলে অগ্নিকাণ্ডে ৫ ভারতীয় সহ ৪১ জনের মৃত্যু

কুয়েতের স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে কমপক্ষে ৪৩ জনকে অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Must read

বুধবার দক্ষিণ কুয়েতের (Kuwait) মাঙ্গাফ শহরের বহুতলে বিধ্বংসী আগুন লাগে। মেজর জেনারেল ইদ রাশেদ হামাদ এই মর্মে জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ৬টার সময় এই আগুন লাগে। পুলিশের তরফে খবর, যে ভবনটিতে আগুন লেগেছে সেখানে মূলত গৃহকর্মীরা থাকতেন। আগুন লাগার ঘটনার সময় ভবনটিতে বেশ কিছু শ্রমিক ছিলেন। আগুন লাগার পর নিমেষের মধ্যে ধোঁয়ার ঢেকে যায় গোটা এলাকা। কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হলে ঘটনাস্থলে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে অনেকের। সূত্রের খবর, ওই ভবনটিতে প্রায় ১৯৫ জন শ্রমিকের বসবাস করে।

আরও পড়ুন-ডোডায় সেনা ক্যাম্পে হামলা, আহত ৬ জওয়ান

কুয়েতের স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে কমপক্ষে ৪৩ জনকে অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় আল-আদান হাসপাতালে ৩০ জনের বেশি ভারতীয় কর্মী এই মুহূর্তে ভর্তি আছেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি চার জনের। আপাতত আগুন লাগার কারণ জানা না গেলেও তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও অনেক কর্মী আবাসনে আটকে রয়েছেন। ঘটনার খবর পেয়ে আগুন লাগার কিছুক্ষনের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল কর্মীরা। দ্রুত আগুন নেভানোর চেষ্টা করা হয়। বুধবার ভোর ৪টের দিকে শ্রমিকদের রান্নাঘরে আগুন লাগে। তারপরেই খুব দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। আতঙ্কে সেই মুহূর্তে অনেকেই ভবন থেকে ঝাঁপ দেন। ধোঁয়ায় শ্বাস নিতে না পেরে দমবন্ধ হয়ে মৃত্যু হয় অনেকের।

কুয়েতে ভারতীয় দূতাবাস এক্সে একটি পোস্টে ইতিমধ্যেই বলেছে, ” ভারতীয় কর্মীদের মর্মান্তিক অগ্নিকাণ্ডের সঙ্গে, দূতাবাস একটি জরুরি হেল্পলাইন নম্বর +965-65505246 চালু করেছে। সংশ্লিষ্ট সকলকে যেকোন রকম আপডেটের জন্য এই হেল্পলাইনের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। দূতাবাস যথাসম্ভব সব ধরনের সহযোগিতা করবে।’

Latest article