প্রতিবেদন : রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে লাটে তুলতে বসেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। ঋণ মকুবের ঠেলায় দেউলিয়া হয়ে যাবার জোগাড়। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তথ্য পরিসংখ্যান তুলে দেখিয়ে দেওয়া হয়েছে মোদি সরকারের দেউলিয়াপনা। ২০২৪-’২৫ অর্থবর্ষের প্রথম দুই ত্রৈমাসিকে ৪২ হাজার কোটি টাকারও বেশি ঋণ মকুব করা হয়েছে ব্যাঙ্কের পক্ষ থেকে। এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন-সংগ্রামী সোফিয়া কিনসেলা
প্রধানমন্ত্রী মোদির স্যুটেড-বুটেড সরকারের আমলে ব্যাঙ্কগুলো পুঁজিপতিদের নেওয়া ঋণ মকুব করেই চলেছে। যে তথ্য সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি ২০২৪-’২৫ অর্থবর্ষের প্রথম ছয় মাসে ৪২,০৩৫ কোটি টাকার ঋণ মকুব করেছে। এই তালিকায় রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই), পাঞ্জাব ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (পিএনবি) এবং ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (ইউবিআই)। স্টেট ব্যাঙ্ক মকুব করেছে ৮,৩১২ কোটি টাকা। পাঞ্জাব ব্যাঙ্ক ৮,০৬১ কোটি টাকা এবং ইউনাইটেড ব্যাঙ্ক ঋণ মকুব করেছে ৬,৩৪৪ কোটি টাকার।
এ তো গেল বর্তমান অর্থবর্ষের প্রথম ছ’মাসের হিসাব। এর আগের পরিসংখ্যান দেখলে চোখ কপালে উঠবে। ২০১৯-’২০ অর্থবর্ষ থেকে এখন পর্যন্ত মোট ৬,৯৮,৯১৫ কোটি টাকার ঋণ মকুব করা হয়েছে। এই পরিসংখ্যানে বলছে মোদি সরকার যেন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে দাতব্য প্রতিষ্ঠান খুলেছে। আর দেশের অর্থনীতি রসাতলে যেতে বসেছে এই সরকারের আমলে।
২০১৯-’২০ অর্থবর্ষ থেকে অনাদায়ী সম্পদ উদ্ধার করতে ব্যর্থ কেন্দ্র। মাত্র ৫,০৪,০৩৯ কোটি টাকা পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে বিগত পাঁচ বছরে। অর্থাৎ ব্যাঙ্কগুলি ১,৯৪,৮৭৬ কোটি টাকা পুনরুদ্ধার করতে ব্যর্থ হয়েছে।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…