২২২ ঘণ্টা পর উদ্ধার

Must read

প্রতিবেদন : করুণ পরিস্থিতি তুরস্কের (Turkey-Syria Earthquake) । এখনও পর্যন্ত একাধিক ধ্বংসস্তূপ সরানো বাকি। প্রবল ঠান্ডা ও প্রতিকূল প্রাকৃতিক পরিবেশের কারণে উদ্ধারকাজ চলছে কিছুটা ধীর গতিতে। এরই মধ্যে দীর্ঘ ২১২ ঘণ্টা পর আদিয়ামান শহরের একটি সাততলা আবাসনের ধ্বংসস্তূপের (Turkey-Syria Earthquake) নিচ থেকে ৭৭ বছর বয়সি এক প্রবীণাকে উদ্ধার করা হয়েছে। ফাতমা নামে ওই মহিলা আপাতত হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে ২২২ ঘণ্টা পর উদ্ধার হয়েছে ৪২ বছর বয়সি আরও এক মহিলা। মৃতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়ে গিয়েছে। তবে যাঁরা বেঁচে গিয়েছেন তাঁরা কার্যত মৃতপ্রায়। কারণ তাঁদের মাথার উপরে ছাদ নেই। পেটে খাবার নেই। হাড় কাঁপানো ঠান্ডার সঙ্গে চরম খাদ্যাভাব মানুষকে কার্যত মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে।

আরও পড়ুন-বিবিসির অফিসে আয়কর হানা, বিস্তারিত জানতে চাইল আমেরিকা

Latest article