রাস্তাশ্রী প্রকল্পে ১৫৫ কোটিতে ৪২৪ রাস্তা

Must read

সুমন তালুকদার, বারাসত: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) নির্দেশে শুরু হয়েছে রাস্তাশ্রী প্রকল্পে (Rasta Shree project) কাজ। ফলে পঞ্চায়েত নির্বাচনের আগেই উত্তর ২৪ পরগনার গ্রামীণ ক্ষেত্রের যাতায়াত ব্যবস্থার প্রভূত উন্নয়ন হবে বলেই দাবি রাজনৈতিক মহলের। এই প্রকল্পের আওতায় উত্তর ২৪ পরগনা জেলায় মোট ৪২৪টি রাস্তার ৫৪৩.২৯ কিলোমিটার রাস্তা সংস্কার ও নতুন কাজ করা হবে। যার জন্য বরাদ্দ করা হয়েছে ১৫৪ কোটি ৫২ লক্ষ ৩৬ হাজার ৬৭২ টাকা। অশোকনগরের বিধায়ক তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের পূর্ত ও পরিবহণের কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী গ্রামীণ ক্ষেত্রের যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্যই এই রাস্তাশ্রী প্রকল্প (Rasta Shree project) নিয়ে এসেছেন। জেলার ২২টি ব্লকের জন্য মুখ্যমন্ত্রীর দফতর থেকে অনুমোদন হয়ে এসেছে। কিছু কাজের টেন্ডার হয়ে গিয়েছে, কিছুর ওয়ার্কঅর্ডার হয়ে গেছে, কিছুর কাজ শুরু হয়েছে। যেমন যেমন অনুমোদন হচ্ছে তেমন তেমনভাবে কাজ হচ্ছে। নারায়ণ গোস্বামী আরও বলেন, তিনটি বিভাগে এই কাজ হচ্ছে। একটি হচ্ছে ব্লকের তত্ত্বাবধানে, সেখানে ২৭২টি রাস্তার ২৩৯.৪৬ কিলোমিটার রাস্তা হবে। যার জন্য বরাদ্দ হয়েছে ৬৮ কোটি ৩০ লক্ষ ৩৪ হাজার ৭০৯ টাকা। জেলা পরিষদের তত্ত্বাবধানে ৮০টি রাস্তার ১২৭.৯৪ কিলোমিটার কাজ হবে। তার জন্য বরাদ্দ ৩৭ কোটি ৯১ লক্ষ ২৭ হাজার ৮১৭ টাকা। বাকি ৭২টি রাস্তার ১৭৫.৮৯ কিলোমিটার করবে রাজ্যের এসআরডিএ। তার জন্য বরাদ্দ হয়েছে ৪৮ কোটি ৩০ লক্ষ ৭৪ হাজার ১৪৫ টাকা। নারায়ণ গোস্বামীর দাবি, মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের ফলে রাজ্যের প্রতিটি জেলার গ্রামীণ ক্ষেত্রের রাস্তাঘাটের উন্নয়ন হলে যাতায়াত ব্যবস্থার যেমন উন্নয়ন হবে তেমনি গ্রামীণ ক্ষেত্রের অর্থনৈতিক উন্নয়নও হবে।

আরও পড়ুন: জাতীয় স্তরে পুরষ্কার পেল বাংলার এই দুই হাসপাতাল

Latest article