আগামী শনি ও রবিবার বিশেষ ট্রেন (Special train) চালাবে রেল। ৪৪ স্পেশাল ট্রেন চালান সিদ্ধান্ত নিল পূর্ব রেল। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনি ও রবিবার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের সুবিধার্থে এই বিশেষ ট্রেন চালানর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন- প্রধানমন্ত্রীর দিল্লিগামী বিমানে যান্ত্রিক ত্রুটি!
হাওড়া-বর্ধমান মেন এবং কর্ড লাইনে চলবে ৪৪ স্পেশাল ট্রেন (Special train)। এর মধ্যে শনিবার এবং রবিবারে চলবে বিশেষ ট্রেন। রেলের তরফে জানানো হয়েছে, শনিবার সকাল ৭.৫০ মিনিটে হাওড়া-মেমারি রুটে আপ লাইনে প্রথম ট্রেনটি ছাড়বে এবং শেষ ট্রেনটি ছাড়বে সন্ধে ৭.১০ মিনিটে। মেমারি থেকে সকাল ৫.১৫ মিনিটে প্রথম ও ৩.৪০ মিনিটে শেষ ট্রেন ছাড়বে। একই সময়ে ওই দিন ব্যান্ডেল-মেমারি-হাওড়া রুটে আপ ও ডাউন লাইনে প্রথম ও শেষ ট্রেন ছাড়বে।