প্রতিবেদন: আইআইটি গবেষকদের সাম্প্রতিক রিপোর্ট হিমাচলের ভবিষ্যৎ নিয়ে যে পূর্বাভাস দিয়েছে তা রীতিমতো উদ্বেগজনক। বলা হয়েছে, উত্তর ভারতের এই পাহাড়ি রাজ্যের ৪৫ শতাংশের বেশি এলাকাই প্রাকৃতিক ভূমিধস, বন্যা ও তুষারধসে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আইআইটি রোপারের বিজ্ঞানীরা রাজ্যের ভূতাত্ত্বিক চরিত্র বিশ্লেষণ করে এই রিপোর্ট পেশ করেছেন।
আরও পড়ুন-ভাই ছুটি
দেখা যাচ্ছে, ভূমিঢালের ৫.৯ এবং ১৬.৪ ডিগ্রি এলাকা এবং ১৬০০ মিটার পর্যন্ত এলাকায় ভূমিধস এবং বন্যা দুটির আশঙ্কাই প্রবল। পাশাপাশি ১৬.৮ থেকে ৪১.৫ ডিগ্রি পর্যন্ত উচ্চভূমি এলাকায় ভূমিধস এবং তুষারধস দুটিই হতে পারে। পার্বত্য এলাকার প্রায় ৩০০০ মিটারের বেশি এলাকায় দুরকম ধসের আশঙ্কাই বেশি বলে জানিয়েছেন গবেষকরা। জিআইএস ভিত্তিক ম্যাপিং করে বিপদসংকুল এলাকাগুলি চিহ্নিত করা হয়েছে যার মধ্যে নদী উপত্যকা থেকে পার্বত্য অঞ্চল সবই রয়েছে। ভবিষ্যতের ডিজাস্টার ও রিস্ক ম্যানেজমেন্ট ও প্ল্যানিং নিয়ে কাজ করতে এই তথ্যগুলি বিশেষ সহায়ক হবে বলে আশা আইআইটি গবেষক-বিজ্ঞানীদের।