মর্মান্তিক! প্রাকৃতিক দুর্যোগ বহু মানুষের প্রাণ কাড়ল উত্তরপ্রদেশে। ঝড়বৃষ্টি এবং বজ্রপাতে ২৪ ঘণ্টায় মৃত্যু হল ৪৫ জনের। বুধ এবং বৃহস্পতিবারের মধ্যে রাজ্যের ১৮টি জেলায় শুরু প্রাকৃতিক তাণ্ডব। এই জেরেই প্রাণ হারিয়েছেন বহু মানুষ। কাসগঞ্জ এবং ফতেপুরে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি।
আরও পড়ুন: পাক সন্ত্রাসে ক্ষতিগ্রস্তদের পাশে, পুঞ্চের পর রাজৌরিতে গিয়ে সাহায্যের আশ্বাস তৃণমূলের
এরই মধ্যে মৌসম ভবন জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। জারি করা হয়েছে রাজ্যজুড়ে সতর্কতাও। পাঞ্জাবের উপরে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছিল। যার জেরে ৬০-১০০ কিমি বেগে ঝড় এবং পূর্ব উত্তরপ্রদেশের কিছু অংশে বৃষ্টি হয়েছে।