প্রতিবেদন: বেশ কিছু চিকিৎসক ভুল প্রেসক্রিপশন দিচ্ছেন বলে রাজ্যসভায় উদ্বেগ প্রকাশ করলেন প্রবীণ তৃণমূল সাংসদ জহর সরকার। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রির্সাচ প্রকাশিত একটি রিপোর্টের উল্লেখ করে তিনি জানান, ৪৫ শতাংশ চিকিৎসকই অসম্পূর্ণ প্রেসক্রিপশন লিখছেন। ১৩ টি মেডিক্যাল প্রতিষ্ঠানে সমীক্ষা চালিয়ে তৈরি করা হয়েছে এই রিপোর্ট।
আরও পড়ুন-কেন্দ্রে বিজেপি সরকারের পতন এক বছরের মধ্যেই : অভিষেক
এরমধ্যে রয়েছে এইমস ও সফদরজং হাসপাতাল। এই রিপোর্টেই বলা হয়েছে ১০ শতাংশ প্রেসক্রিপশনেই গুরুত্বর বিচ্যুতি হয়েছে। যথাযথ ওষুধও উল্লেখ করা থাকে না। রোগ নির্ণেয়ের ক্ষেত্রেও থেকে যায় গুরুতর অসঙ্গতি। জহরবাবুর প্রশ্ন, এই রিপোর্টের ভিত্তিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক কী ব্যবস্থা নিচ্ছে? জনস্বার্থে হাসপাতালগুলোতেই বা কী পদক্ষেপ করা হচ্ছে কেন্দ্রের পক্ষ থেকে? সাংসদের বক্তব্য, রিপোর্টে আরও এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে যা জনসাধারণের পক্ষে সত্যিই উদ্বেগজনক। এব্যাপারে অবিলম্বে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন তিনি ।