বুধবার ৯ জুলাই সকালে গুজরাতের (Gujrat) ভদোদরা জেলার মহিসাগর নদীর উপর গম্ভীরা সেতুর একটি অংশ ভেঙে পড়ে। শেষ পাওয়া খবর অনুযায়ী চারটি গাড়ি নদীতে পড়ে যায়। সকাল ৭:৩০ টা নাগাদ রাজ্য মহাসড়কে এই দুর্ঘটনায় কমপক্ষে তিনজন নিহত হন। পড়ে যাওয়া যানবাহনগুলির মধ্যে দুটি ট্রাক এবং দুটি ভ্যান ছিল। উদ্ধারকারী দল এখন পর্যন্ত চারজনকে নিরাপদ স্থানে সরাতে পেরেছে এবং আটকা পড়া বাকিদের খুঁজে বের করার জন্য তল্লাশি অভিযান চলছে।
আরও পড়ুন-ছত্তীসগঢ়ে মাওবাদীদের পাতা আইইডি বিস্ফোরণে জখম দুই সিআরপিএফ জওয়ান
মহিসাগর নদীর উপর ৪৫ বছরের পুরোনো এই গম্ভীরা সেতুটি ভেঙে পড়ার ফলে গোটা এলাকা জুড়ে এই মুহূর্তে শোকের ছায়া। সেতুটি ভদোদরা জেলার পাদরাকে আনন্দ জেলার সাথে সংযুক্ত করে। তবে প্রশাসনের রক্ষনাবেক্ষনের অভাবে দীর্ঘদিন ধরে এটি জরাজীর্ণ অবস্থায় ছিল। ভদোদরায় সেতু ভেঙে পড়ার ঘটনায় তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে। প্রায় ১০ জনকে ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মুজপুর গ্রামের কাছে। দুটি ট্রাক, একটি বোলেরো জিপ এবং আরেকটি জিপ পার হওয়ার সময় হঠাৎ সেতুটি ভেঙে পড়ে বলে জানা গিয়েছে। চারটি গাড়িই দুপাশে মহিসাগর নদীতে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। সেতু ভাঙার খবর পেয়েই কিছু স্থানীয় মানুষ নদীতে নেমে পড়ে ডুবে যাওয়া যানবাহন থেকে জীবিতদের উদ্ধার করতে সাহায্য করেন।
স্বাভাবিকভাবেই এই ঘটনার পর বাসিন্দারা এই বিপর্যয়ের জন্য প্রশাসনকে দায়ী করেছেন। তাঁদের দাবি কয়েক দশক পুরনো সেতুটি মেরামতের জন্য বারবার অনুরোধ করা হলেও প্রশাসনের কোনরকম পদক্ষেপ গ্রহণ করে নি। স্থানীয়দের অভিযোগ, সতর্ক করার পরেও কর্তৃপক্ষ কর্ণপাত করেনি যার ফলে সেতুটি ধসে পড়ে এবং এহেন মর্মান্তিক ঘটনা ঘটে। পরিস্থিতি খতিয়ে দেখতে এবং উদ্ধার অভিযানে সাহায্য করতে স্থানীয় পুলিশ এবং জেলা অপরাধ শাখার কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছন।