বন্যা বিপর্যস্ত অসমে মৃত বেড়ে ৪৬! জলে ভাসছে কাজিরাঙা

Must read

বন্যায় আরও অবনতি অসমে (Assam Floods)। বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন। ২৯টি জেলার ১৬ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৬। আরও ৩ জন নিখোঁজ।

গত ২৪ ঘণ্টায় ১০০টি সড়ক, ১১টি বাঁধ ও ১৪টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা দুর্গতদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। ১৫ অগাস্টের আগে ক্ষতিপূরণের অর্থ তাঁদের হাতে তুলে দেওয়া হবে। অন্যদিকে, অরুণাচল প্রদেশেও ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

আরও পড়ুন: চির আনন্দের দিশারি স্বামী বিবেকানন্দ

অসমে ৩৯ হাজার ৪০০ হেক্টরেরও বেশি জমির ফসল বন্যার (Assam Floods) জেরে নষ্ট হয়েছে। ব্রহ্মপুত্র, বরাক ও বুড়িডিহিং নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। কাজিরাঙা জাতীয় উদ্যান জলমগ্ন হয়ে পড়ায় সেখান থেকে প্রাণ বাঁচাতে পালাতে শুরু করেছে বন্যপ্রাণীরা। বন্যার জেরে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৪টি প্রাণীর। পশুদের বাঁচাতে ইতিমধ্যেই ২৪টি বন্যপ্রাণীকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে কাজিরাঙার প্রায় দুই তৃতীয়াংশ বন্যায় প্লাবিত হয়ে পড়েছে।

Latest article