৪৭ ট্রেন বাতিল

Must read

প্রতিবেদন : লোকাল ট্রেনযাত্রীদের (Train) ভোগান্তি অব্যাহত। হাওড়ার পর এবার পালা শিয়ালদহের। ডিসেম্বরের ২৮ ও ২৯ তারিখ শনি ও রবিবার বাতিল থাকছে একগুচ্ছ লোকাল ট্রেন। দমদমের কাছে রেল ট্র্যাকের রক্ষাণাবেক্ষণের কাজ করা হবে। তার জেরেই ওই লাইনে ৭ ঘণ্টার পাওয়ার ব্লক থাকবে। ফলে ৪৭টি ট্রেন (Train) বাতিলের ঘোষণা করেছে রেল। কয়েকটি ট্রেনের যাত্রাপথও ঘুরিয়ে দেওয়া হয়েছে। রক্ষণাবেক্ষণের কাজ চলবে ২৮ তারিখ শনিবার সকাল সাড়ে এগারোটা থেকে পরদিন অর্থাৎ ২৯ তারিখ রবিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত। শুক্রবার এক বিবৃতিতে তা জানিয়েছে পূর্ব রেল।

আরও পড়ুন- পাঁচটি প্রাথমিক বিদ্যালয়ে চালু হচ্ছে ইংরেজি মাধ্যম

Latest article