অতুলের প্রচারের পরই কাশ্মীরে বন্ধ প্রায় ৫০টি পর্যটনকেন্দ্র! বিরাট জঙ্গি হামলার ছক

Must read

কাশ্মীর (Jammu Kashmir) নিরাপদ, সেখানে সকলকে যাওয়ার জন্য একদিন আগেই প্রচার করেছিলেন বলিউড অভিনেতা অতুল কুলকার্নি। ঠিক তারপরই কাশ্মীরে বন্ধ করে দেওয়া হল ৪৮টি পর্যটনকেন্দ্র। পহেলগাঁওয়ের পর আরও একাধিক পর্যটনকেন্দ্রে জঙ্গি হামলার খবর পেয়েছেন গোয়েন্দারা। সেই খবরের পরই কাশ্মীরের ৮৭টি পর্যটনকেন্দ্রের মধ্যে ৪৮টিই বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাশ্মীর সরকার।

কোন পর্যটনকেন্দ্রগুলি বন্ধ করা হয়েছে

ইউসমার্গ
তৌসি ময়দান
দুধপাথরি
আহরওয়াল
কৌসরনাগ
বাঙ্গাস
কারিওয়ান ডাইভার চান্দিগ্রাম
বাঙ্গাস ভ্যালি
উলার
রামপোরা
রাজপোরা
চিয়ারহড়
মুন্দিজ হাম্মাম মার্কুট জলপ্রপাত
খাম্পু
বসনিয়া
ভিজিটপ
সান টেম্পল
ভেরিনাগ গার্ডেন
সিনথান টপ
মার্গানটপ
আকাড় পার্ক
হাব্বা খাতুন পয়েন্ট
বাবাড়েশি
রিঙ্গাওয়ালি
গোগালদাড়া
বাদেরকোটে
শ্রুঞ্জ জলপ্রপাত
কামানপোস্ট
নাম্বলান জলপ্রপাত
ইকো পার্ক খাদনিয়ার
সাঙ্গারওয়ানি
জামিয়া মসজিদ
বাদামওয়াড়ি
রাজরি কাদাল হোটেল কানাজ
আলি কাদাল জে জে ফুড রেস্তোরাঁ
আইভরি হোটেল
পারশাপাল রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট
চেরি ট্রি রিসোর্ট
নর্থ ক্লিফ ক্যাফে অ্যান্ড রিট্রিট বাই স্টে প্যাটার্ন
ফরেস্ট হিল কটেজ
ইকো ভিলেজ রিসোর্ট (ডারা)
আস্তানমার্গ ভিউ পয়েন্ট
আস্তানমার্গ পারাগ্লাইডিং
মামনেথ অ্যান্ড মহাদেব হিলস
বুদ্ধিস্ট মনাস্ট্রে
দাচিগাম-বেঅন্ড ট্রাউট ফার্ম/ফিসারিস ফার্ম
আস্তানপোরা
লাচপাত্রি
হাং পার্ক
নারাং

গুলমার্গ, সোনমার্গ, ডাল লেকের মতো জনপ্রিয় জায়গাগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। গত মঙ্গলবার পহেলগাঁওয়ে ভয়ঙ্কর জঙ্গি হামলায় প্রাণ গিয়েছিল ২৬ জনের। ৪০ রাউন্ড গুলি চলেছিল। আক্রমণ করা হয়েছিল অমুসলিমদের। হামলার দায় নিয়েছিল লস্করের শাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট।

আরও পড়ুন- মিনাখাঁয় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কায় মৃত ২, আহত একাধিক

Latest article