ক্ষুদ্র শিল্পে ৪,৮৮৮ কোটি বিনিয়োগ

শিল্পোন্নয়নে একাধিক উদ্যোগ রাজ্যের। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের পর এবার দার্জলিং-কালিম্পংয়ে বিনিয়োগের প্রস্তাব দেওয়া হল।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : শিল্পোন্নয়নে একাধিক উদ্যোগ রাজ্যের। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের পর এবার দার্জলিং-কালিম্পংয়ে বিনিয়োগের প্রস্তাব দেওয়া হল। পাহাড়ের দুই জেলায় ক্ষুদ্র, মাঝারি শিল্পের জন্য ৪,৮৮৮ কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনার কথা জানালেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। মঙ্গলবার শিলিগুড়ির মৈনাক টুরিস্ট লজে দার্জিলিং ও কালিম্পং জেলার ক্ষুদ্র ও মাঝারি শিল্পপতিদের নিয়ে এই বৈঠকে মন্ত্রী বলেন, দার্জিলিংয়ে ৪,৮২৫ কোটি টাকা ও কালিম্পংয়ে ৬৩ কোটি টাকার বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই উত্তরের তিন জেলার জন্য ৯০০ কোটি টাকার লগ্নির প্রস্তাব ঘোষণা করা হয়েছে সোমবার। পরদিনই পাহাড়ের দুই জেলার জন্যও হল বড় ঘোষণা।

আরও পড়ুন-জোড়া বিশ্ববিদ্যালয়ের বিল পাশ হল পশ্চিমবঙ্গ বিধানসভায়

মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরে একাধিক সম্ভাবনার কথা বারে-বারেই বলেছেন। নিজে ঘুরে দেখেছেন একাধিক জায়গা। তাঁর উদ্যোগেই এবার উত্তরের পাহাড় থেকে সমতলে আসছে বিনিয়োগ। শিল্প গড়ে উঠলে স্বাভাবিকভাবেই হবে একাধিক কর্মসংস্থানও। এই বৈঠকে ছিলেন ক্ষুদ্র মাঝারি ছোট শিল্প বিভাগের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, উপস্থিত ছিলেন বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ পান্ডে-সহ শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার ও শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ মণ্ডল-সহ একাধিক নেতৃত্ব। এই দিন এই অনুষ্ঠানে আলোচনা হয় বিভিন্ন শিল্পতালুক নিয়েও।

Latest article