রবিবার বিকেল ৪. ৪১ মিনিটে অসমের (Assam) ভূমিকম্পে কেঁপে উঠল গোটা উত্তরবঙ্গ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৯। প্রাথমিক ভাবে জানা গিয়েছে ভূমিকম্পের উৎসস্থল ছিল অসমের গুয়াহাটি এবং তেজপুরের মাঝে ঢেকিয়াজুলি। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে কম্পনটি হয়েছে বলেই খবর।
আরও পড়ুন-পালিত হল ঐতিহাসিক বালুরঘাট দিবস
কিন্তু এদিনের অসমের ওই ভূমিকম্পের ফলে কোচবিহার-সহ গোটা উত্তরবঙ্গে কম্পন অনুভূত হয়েছে। হালকা কম্পন টের পাওয়া গিয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। রবিবারের ওই ভূমিকম্পে উত্তরবঙ্গের পাহাড় এবং সমতলের বিস্তীর্ণ অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে। শুধু তাই নয়, কম্পন অনুভূত হয়েছে নেপাল, বাংলাদেশ, এবং ভুটানের বেশ কিছু অঞ্চলে। তবে ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায় নি। কম্পন টের পাওয়ার পরেই রীতিমত আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। অনেকেই প্রাণ বাঁচাতে বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন। উল্লেখ্য, গত সপ্তাহে অসমের সোনিতপুরে ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৫। ২ সেপ্টেম্বরের ওই ভূমিকম্পের পরে আজ, রবিবার ফের কেঁপে উঠল অসম।