শিল্পতালুকের জন্য ৫ একর জমি

গত জানুয়ারি মাসে উত্তর দিনাজপুর জেলা সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভায় ছোট ছোট শিল্প গড়ার ব্যাপারে জেলা প্রশাসনকে নির্দেশ দেন

Must read

অপরাজিতা জোয়ারদার, রায়গঞ্জ: গোয়ালপোখর ২ ব্লকে এলাকায় শিল্পতালুক গড়ে তোলার জন্য প্রশাসন এলাকায় পাঁচ একর জমি চিহ্নিত করেছে। সেই জমিতেই গড়ে উঠবে শিল্পতালুক। ইতিমধ্যেই চিহ্নিত জমি দেখে গিয়েছেন রাজ্য সরকারের ক্ষুদ্র শিল্প নিগম দফতরের একটি প্রতিনিধি দল।

আরও পড়ুন-উচ্চ আদালতে জানালেন নির্যাতিতার বাবা সিবিআই নয়, পুলিশেই আস্থা

এই বিষয়ে গোয়ালপোখর ২ ব্লক বিডিও কানাইয়াকুমার রায় বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই আমরা বেলনের এলাকায়  ৫ একর  জমি চিহ্নিত করেছি। সম্প্রতি ক্ষুদ্র শিল্পনিগমের একটি প্রতিনিধি দল জমিটি দেখে গিয়েছেন। আমরা আশাবাদী শিল্পতালুক গড়ে উঠলে এলাকায় ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন হবে।” আগামী বছরের শুরু থেকে শিল্পতালুক গড়ে তোলার কাজ শুরু করা হবে বলেও প্রশাসন সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, গত জানুয়ারি মাসে উত্তর দিনাজপুর জেলা সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভায় ছোট ছোট শিল্প গড়ার ব্যাপারে জেলা প্রশাসনকে নির্দেশ দেন। এরপরই জেলা প্রশাসন তৎপর হয়। প্রশাসন  সূত্রের খবর, ভুট্টা চাষকে নির্ভর করে শিল্পতালুক গড়ে তোলার প্রস্তাব রয়েছে।

Latest article