নদী পারাপারের সময় ভেসে গেলেন পাঁচ জওয়ান! লাদাখের (Ladakh) সিওক নদীতে হঠাৎ বানে তলিয়ে গেল ভারতীয় সেনার একটি টি-৭২ ট্যাঙ্ক। ট্যাঙ্কের মধ্যে ডুবে মৃত্যু হল পাঁচ সেনা জওয়ানের। তাঁদের মধ্যে একজন জুনিয়র কমিশনড অফিসারও ছিলেন। ভারত-চিন সীমান্তে কাছাকাছি রুটিন মহড়া চলাকালীন এই দুর্ঘটনা ঘটে বলে দাবি ভারতীয় সেনার। ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
শনিবার ভোর তিনটে নাগাদ ভারতীয় সেনার ১৪ কর্পসের রুটিন প্রশিক্ষণ চলছিল লেহ শহরের ১৪৮ কিমি দূরে মন্দির মোড় এলাকায়। সিওক নদীর পারাপারের সময় টি-৭২ ট্যাঙ্কটি আটকে যায়। সাহায্য করার জন্য দ্রুত আরও বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। কিন্তু আচমকাই প্রবল বান আসে সিওক নদীতে। তাতেই ডুবে যায় ট্যাঙ্কটি। তার ভিতরে আটকে মৃত্যু হয় পাঁচ জওয়ানের।
আরও পড়ুন- বিচার ব্যবস্থার বিশুদ্ধ-সৎ থাকা উচিত: মুখ্যমন্ত্রী, বিচারকরা মানুষের সেবক বললেন প্রধান বিচারপতি
দ্রুত সেনা জওয়ানরা মৃতদেহগুলি উদ্ধার করেন। ঘটনায় শোক প্রকাশ করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান, লাদাখে (Ladakh) ট্যাঙ্কে নদী পার হতে গিয়ে ভারতীয় সেনার পাঁচ সাহসী জওয়ানের মৃত্যুতে গভীর শোকাহত। দেশের প্রতি সাহসী জওয়ানদের আদর্শ সেবার কথা আমরা ভুলতে পারব না।