অমৃতসরে সাতসকালে বচসা থেকে গুলি, নিহত অভিযুক্ত-সহ ৫ বিএসএফ জওয়ান

হঠাৎ করেই এলোপাথাড়ি গুলি। অমৃতসরের (Amritsar) খাসা গ্রামে বিএসএফের (BSF) মেসের ভিতরে গুলি চালান এক কনস্টেবল।

Must read

হঠাৎ করেই এলোপাথাড়ি গুলি। অমৃতসরের (Amritsar) খাসা গ্রামে বিএসএফের (BSF) মেসের ভিতরে গুলি চালান এক কনস্টেবল। গুলিতে ৫ সহকর্মীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন ১জন। যিনি গুলি চালিয়েছেন, তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। কীভাবে এই ঘটনা ঘটল তা জানতে এর মধ্যেই বিএসএফের তরফে কোর্ট অব এনকোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন-তদন্ত কমিটিকে জানালেন ঋদ্ধি

এদিন, সকালে অমৃতসরের ১৪৪ নম্বর বাটালিয়ানের কনস্টেবল সত্তেপার সঙ্গে মেসেরই কয়েকজন জওয়ানের কথা কাটাকাটি হয়। আচমকা নিজের একে ৪৭ রাইফেল থেকে সত্তেপা গুলি চালাতে শুরু করেন বলে অভিযোগ। আহত হন ১০ জন। ৬ জনের সরাসরি গুলি লাগে। বাকি চারজনের শরীর ছুঁয়ে গুলি বেরিয়ে যায়। ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। আশঙ্কানক অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএসএফের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, ৬ মার্চ এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটছে। কনস্টেবল সত্তেপার এসকে গুলিতে চার জওয়ান শহিদ হয়েছেন। অভিযুক্তরও মৃত্যু হয়েছে। আহত সেনার অবস্থাও আশঙ্কাজনক। ঘটনার তদন্তে কোর্ট অব এনকোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে। তবে, বিএসএফের তরফে এখনই বেশি কিছু বলতে চাওয়া হয়নি।

 

Latest article