প্রতিবেদন : আমেরিকায় ফের বুকে বন্দুকবাজের হামলা। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, কলোরাডো প্রদেশের কলোরাডো (Colorado- Shooting) স্প্রিংস এলাকার এক নাইটক্লাবে ঢুকে নির্বিচারে গুলি চালায় এক বন্দুকবাজ। রবিবার কলোরাডো পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত এই ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে এবং ২১ জন জখম হয়েছেন। আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কলোরাডো (Colorado- Shooting) স্প্রিংস পুলিশের আধিকারিক পামেলা কাস্ত্রো জানিয়েছেন, শনিবার মধ্যরাতের ক্লাব কিউ নামে এক নাইটক্লাবে এই হামলা হয়। বন্দুকবাজকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তার পরিচয় সম্পর্কে কিছু জানায়নি পুলিশ। বন্দুকবাজকে জেরা করছে পুলিশ। সূত্রের খবর, ক্লাব কিউ মূলত সমকামীদের ক্লাব। তদন্তের পর পুলিশের অনুমান, ঘৃণা থেকেই এই আক্রমণ চালানো হয়েছে। কারণ আততায়ী একজন সমকামী বিরোধী বলে পরিচিত।
আরও পড়ুন-ওয়েবসাইট থেকে অ্যাপস, পড়াশুনার যুগান্তকারী সুযোগসম্ভার