জয়পুরে পেট্রল পাম্পের বাইরে ভয়াবহ অগ্নিকাণ্ড (Petrol Pump fire)। দুর্ঘটনার জেরে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ জনের। আহত ৩৫। আহতদের ইতিমধ্যে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুরু হয়েছে চিকিৎসা। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা গিয়েছে, রাজস্থানের জয়পুর-আজমেঢ় জাতীয় সড়কের উপর সিএনজি ভর্তি একটি ট্রাক দাঁড়িয়ে থাকাকালীন হঠাৎই রাসায়নিক ভর্তি একটি লরি ট্রাকটিতে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় ট্রাকটিতে। ছড়িয়ে পড়তে থাকে আগুন। সেখানে দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়িতেও আগুন (Petrol Pump fire) ধরে যায়। আগুন খানিকটা ছড়িয়ে পরে পেট্রোল পাম্পের ভিতরেও। ঘটনাস্থলেই প্রাণ হারান ৫ জন।
আরও পড়ুন- নতুন বছরে ফের ধনকড়ের বিরুদ্ধে অনাস্থা বিরোধীদের
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২০টি ইঞ্জিন। এখনও জয়পুরের ওই পেট্রল পাম্পে আগুন নেভানোর কাজ চলছে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন মোট ৪০-৪৫টি গাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে।