শুক্রবার সকাল ৭টা নাগাদ মধ্যপ্রদেশের (MadhyaPradesh) রতলমের ভেটিয়া-ভীমপুরা গ্রামের কাছে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু হয় ৫ জনের। জানা যাচ্ছে, একটি মাহিন্দ্রা গাড়িতে গুজরাটের দিকে যাচ্ছিলেন পাঁচজন। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার ধারের রেলিংয়ে ধাক্কা মেরে খাদে পড়ে যায়। জানা গিয়েছে ঘটনায় বছর পনেরোর এক কিশোর এবং এক বৃদ্ধ-সহ ৫ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন-বাংলায় বিজেপির SIR আতঙ্কের বলি আরও এক, সরব তৃণমূল কংগ্রেস
খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর মহারাষ্ট্রের বলে পুলিশ সূত্রে খবর। গাড়িটি দিল্লি থেকে গুজরাটের দিকে যাচ্ছিল। মুম্বই-দিল্লি এক্সপ্রেসওয়েতে মাহি নদীর ব্রিজের কাছে দুর্ঘটনা ঘটে। গাড়ির সকলেই মুম্বই এবং আমেদাবাদের বাসিন্দা। দেখতে পেয়ে দ্রুত স্থানীয়রা ঘটনাস্থলে আসেন। পৌঁছয় পুলিশ এবং দমকল বাহিনী। দেহ উদ্ধার করে রতলাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। পুলিশ সুপারিনটেনডেন্ট অমিত কুমার জানিয়েছেন যে, জেলা সদর দপ্তর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে রাওতি থানার সীমানার মধ্যে দুর্ঘটনাটি ঘটেছে। গাড়িটি দ্রুত গতিতে চলছিল এবং খাদে পড়ে যাওয়ার আগে অ্যালুমিনিয়ামের সুরক্ষাবলয় সম্পূর্ণ ভেঙে ফেলেছিল। নিহতদের মধ্যে একজন ১৫ বছর বয়সী ছেলে এবং একজন ৭০ বছর বয়সী বৃদ্ধ ছিলেন।
আরও পড়ুন-৯৮ বছরে প্রয়াত বিশিষ্ট অভিনেত্রী ও ধর্মেন্দ্রর প্রথম নায়িকা কামিনী কৌশল
রাওতি থানার এক আধিকারিক এই বিষয়ে জানিয়েছেন স্থানীয়রা একটি জোরালো শব্দ শুনে গিয়ে দেখেন, গাড়িটি নদীখাদে পড়ে রয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মারাত্মক গতিবেগের ফলেই গাড়ির চালক গাড়িটি নিয়ন্ত্রণে রাখতে পারেননি। তবে গাড়িটির কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা ঘটে তাই স্বাভাবিকভাবেই আরও একবার এই রাস্তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

