হায়দরাবাদে জন্মাষ্টমীর শোভাযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৫, আহত বহু

সূত্রের খবর, এদিন শোভাযাত্রা চলাকালীন শ্রীকৃষ্ণের রথে হঠাৎ করেই বিদ্যুতের তারের ছোঁয়া লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কমপক্ষে পাঁচ জনের মৃত্যু হয়।

Must read

রবিবার রাত ১২টা নাগাদ হায়দরাবাদের (Hyderabad) গোকুলনগরে জন্মাষ্টমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে মারাত্মক দুর্ঘটনা ঘটে গিয়েছে। সূত্রের খবর, এদিন শোভাযাত্রা চলাকালীন শ্রীকৃষ্ণের রথে হঠাৎ করেই বিদ্যুতের তারের ছোঁয়া লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কমপক্ষে পাঁচ জনের মৃত্যু হয়। নিমেষের মধ্যেই ঝলসে গিয়েছেন অনেকে। এছাড়া আহতদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিষাণ রেড্ডির দেহরক্ষী শ্রীনিবাসন। পুলিশ সূত্রে খবর, দ্রুত বিদ্যুৎ সংযোগ বন্ধ করে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিনের ঘটনায় শ্রীনিবাসন-সহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। শোভাযাত্রার সময় যে গাড়িতে করে রথটি যাচ্ছিল সেটি ভেঙে যাওয়ার পর গাড়িটি মেরামতের কাজ চলাকালীন, স্থানীয় কয়েকজন যুবক রথটি হাত দিয়ে সামনের দিকে টেনে ধরেছিল। সেই সময়েই হাইটেনশন বিদ্যুতের তারের সঙ্গে রথটির মাথা স্পর্শ হয় এবং রথ টানতে থাকা নয়জন ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়। এই ঘটনায় শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিশৃঙ্খলার পরিবেশ তৈরী হয় গোটা চত্বরে।

আরও পড়ুন-জনবিরোধী, বাংলাবিরোধী, গরিব বিরোধী, সংবিধান বিরোধী বিজেপি: অভিষেক বন্দ্যোপাধ্যায়

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। হতাহতদের ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসকরা পাঁচজনকে মৃত ঘোষণা করেন। মৃতদের দেহ শনাক্ত করা গিয়েছে। মৃতরা হলেন সুরেশ যাদব (৩৪), কৃষ্ণযাদব (২১), শ্রীকান্ত রেড্ডি (৩৫), রুদ্র বিকাশ (৩৯) এবং রাজেন্দ্র রেড্ডি (৪৫)। তাঁদের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

আরও পড়ুন-গুজরাটে সুইফ্ট-এসইউভির সংঘর্ষে গাড়িতেই অগ্নিদগ্ধ হয়ে মৃত ৮

পুলিশের মতে, ঘটনাটি ঘটে গোকুলনগরের যাদব ফাংশন হলের কাছে যখন রথটি একটি হয় ভোল্টেজ তারের সংস্পর্শে আসে। পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, ওভারহেড বিদ্যুৎ লাইনে পর্যাপ্ত সতর্কতা অবলম্বন না করার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর প্রশাসনের দিকে আঙ্গুল উঠছে। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় গুজরাটের কচ্ছ জেলাতেও জন্মাষ্টমীর অনুষ্ঠানে ‘দহি হান্ডি’ উৎসবের সময় ভক্তদের উপরে বৈদ্যুতিক খুঁটি পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক ১৫ বছরের এক কিশোরের। আহত হয়েছেন আরও এক ভক্ত।

Latest article